বাংলাহান্ট ডেস্ক: সলমন খান ও চুলবুল পাণ্ডে, নামদুটো একে অপরের পরিপূরক বললে খুব একটা ভুল বলা হয় না। দাবাং সিরিজের এহেন জনপ্রিয়তার পেছনে সলমনের যে একটা বিরাট অবদান রয়েছে সেকথা সকলেই একবাক্যে স্বীকার করবেন। সাধারণত ইদের দিনটাকেই নিজের ছবির মুক্তির জন্য বেছে নেন ভাইজান। আর তাঁর ছবি মানেই অ্যাকশন থাকবে না তা কি হয়?
তবে এবার এই নিয়মে একটু ছন্দপতন ঘটেছে। ইদ নয়, বরং বড়দিনের ছুটিতে দেখা মিলবে চুলবুল পাণ্ডের। তাই নেটিজেনদের একাংশের চিন্তা চিরাচরিত মেজাজেই দেখা যাবে তো ভাইজানকে? অবশ্য সলমন অনুরাগীরা এই সন্দেহকে ফুৎকারে উড়িয়ে দিয়েছে। আর দেবেন না ই বা কেন। এমন একটা খবর পেলে আর কি কোনও চিন্তার অবকাশ থাকে? চুলবুল ধরা দেবেন আপন মেজাজেই। উপরন্তু দাবাং সিরিজের নতুন ছবির ক্লাইম্যাক্স হতে চলেছে যাকে বলে ‘ধামাকেদার’।
জানা গিয়েছে, ছবির ক্লাইম্যাক্সে খলনায়ক বাল্লি সিং ও তাঁর ৫০০ জন সাঙ্গোপাঙ্গোকে একাই কাত করে দেবেন চুলবুল ওরফে সলমন। শুধু তাই নয়, পরিকল্পনা রয়েছে ১০০টি গাড়ি উড়িয়ে দেওয়ারও। বোঝাই যাচ্ছে শেষ দৃশ্যে দর্শকদের জন্য বেশ জব্বর চমকের ব্যবস্থা করেছেন ছবির নির্মাতারা। সলমনের অন্যান্য ছবির মধ্যে এটাই নাকি হতে চলেছে সবথেকে বড় অ্যাকশন দৃশ্য।
#Dabangg3Dec20th ….
ChulbulPandey Vs BalliSingh. pic.twitter.com/hwCNeQBrnR— Kichcha Sudeepa (@KicchaSudeep) December 10, 2019
ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন কন্নড় অভিনেতা কিচ্চা সুদীপ। জানা গিয়েছে, এই ক্লাইম্যাক্সএর দৃশ্যটি শ্যুটিং করতে নাকি লেগে গিয়েছে দীর্ঘ ২৩ দিন। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির প্রথম গান ‘মুন্না বদনাম হুয়া’। সেখানে সলমনের সঙ্গে গানের তালে পা মেলাতে দেখা গিয়েছে ছবির পরিচালক প্রভু দেবাকেও।
আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে সলমন খান ও সোনাক্ষী সিনহা অভিনীত ‘দাবাং থ্রি’। দাবাং সিরিজের এটা তৃতীয় ছবি।