বাংলা হান্ট ডেস্ক : সুন্দরী মেয়ে আর ছেলেদের আকর্ষণ যেন একসূত্রে বাঁধা। তাই তো রাস্তায় যেকোনো সুন্দরী মেয়ে একবার দেখলেই হল। অমনি তো টিপন্নী মারা তো চলেই। তারওপরে আবার সুন্দরীদের একবার দেখলেই যেন য়েছে আলাপ করার প্রবনতা দেখা যায়। এছাড়াও অনেক পুরুষের মধ্যে আবার মহিলা দেখলেই যেন হার্ট বিটিং-এর সমস্যা শুরু হয়ে য়ায়।
তবে এতে আদতে একটু সময়ের জন্য মজা লাগলেও কিন্তু তা শরীরের জন্য ক্ষতিকর, এমনটাই বলছেন গবেষশকরা। তাঁদের মতে সুন্দরী মেয়েদের জন্যই নাকি ছেলেদের আয়ু কমছে। আসলে যাদের সুন্দরী মেয়েদের দেখলে হার্টের ধুকপুকুনি শুরু হয় তাঁদের নাকি হার্টের সমস্যা দেখা যায়, এমনকি হার্ট অ্যাটাক হয়ে মারা যাওয়ার প্রবনতা দেখা দেয়। শুধু এমনটাই নয়।
মানসিক চাপও বাড়ে। দীর্ঘ নয় বছর ধরে স্পেনের একদল গবেষক গবেষনা চালিয়ে এমনই তথ্য প্রকাশ্যে এনেছেন। গবেষকরা মোট ৮৪ জন পুরুষের ওপর সমীক্ষা করেছিলেন। যাদের মেয়েদের দেখলেই নাকি হৃদয়ন্ত্র কাঁপতে শুরু করে। তবে কেন
গবেষকরা বলছেন মেয়েদের দেখলে বুক কেঁপে ওঠা মানেই সেসময়ে পুরুষদের কোর্ট্রিসল হরমোন ক্ষরিত হয় আর তাই হৃদয়ন্ত্রের ক্ষতি হওয়ার সম্ভবনা দেখা দেয়। তাই সুন্দরী মেয়েদের দেখলেই ছুঁকছুকানি বন্ধ করুন , যদি প্রানে বাঁচতে চান। এমনটাই বলছেন গবেষকরা।