দেশবাসীকে আশ্বস্ত করতে বার্তা দিলেন অমিত শাহ

বাংলা হান্ট ডেস্ক :সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে কার্যত ঝড় উঠেছে অসম রাজ্য জুড়ে, যদিও শুধুমাত্র অসম নয় ত্রিপুরা মেঘালয় অন্যদিকে দিল্লিতেও এই অশান্তির আঁচ ছড়িয়ে পড়েছে। পশ্চিমবঙ্গে তো কোনও কথাই নয়, বিক্ষোভের আগুন এতটাই পারদ চড়েছে তাই এবার পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে মাঠে নামতে হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

উত্তর পূর্বের রাজ্যগুলিকে শান্ত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার সরাসরি জানান সমস্ত হিন্দু শরণার্থী ইনার লাইন পারমিট এলাকার বাংলাদেশ থেকে এসেছেন সংশোধিত আইনে নাগরিকত্ব আইন জানালে গ্রাহ্য হবে না।  আসলে যে ভাবে নাগরিকত্ব সংশোধনী আইন , বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘু শরণার্থীদের এ দেশের নাগরিকত্ব দেওয়া হবে তাই উত্তর পূর্বের অধিকাংশ রাজ্যবাসীর আশঙ্কা ছিল সে রাজ্যের ভূমিপুত্ররা হয়তো সংখ্যালঘু হয়ে পড়বেfreepressjournal 2019 12 f1645a74 aad8 4a1d a117 e986abde3576 Shah amit

কিন্তু অশান্তির আঁচ যে এতটা ছড়াবে তা হয়তো কারোরই ধারণা ছিল না।কিন্তু এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সে রাজ্যের বাসিন্দাদের ভীতি দূর করতে জানিয়ে দিলেন শরণার্থী যারা বাংলাদেশ থেকে এসেছেন তাঁরা ওই আইনের ফলে যে নিজে থেকে নাগরিকত্ব পাবেন এমনটা নয়, তাদেরকে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে হবে

এবং শর্তগুলি পূরণ করে প্রমাণ দিতে পারলে তবেই নাগরিকত্ব পাওয়া যাবে। তাই সোমবার অসমবাসীর উদ্দেশে অমিত শাহ জনজাতিদের জমি হারানোর ভয় নেই বলে উল্লেখ করেন। পাশাপাশি, কিছু রাজনৈতিক দল ভুলভাবে প্রচার চালাচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।

সম্পর্কিত খবর