সিএএ প্রতিবাদ: ইন্টারনেট বন্ধ থাকায় বন্ধ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

বাংলা হান্ট ডেস্ক : সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে যেভাবে রাজ্য জুড়ে তাণ্ডব চলছে তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আপাতত ছয় জেলায় বিভিন্ন জায়গায় বন্ধ রয়েছে ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে জাতি উস্কানিমূলক মন্তব্য না ছড়াতে পারে তার জন্য হাওড়া মালদহ ক্যানিং সহ আরও তিনটি জেলায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে।

তাই এক দিকে সাউথ পয়েন্ট স্কুলের সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে অন্য দিকে সোমবারের পর মঙ্গলবারের জন্য রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিতেই সমস্ত স্কুলগুলিতে নির্দিষ্ট সময়সীমার কিছুক্ষণ আগেই ছুটি দেওয়া হচ্ছে। তবে যেহেতু সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব সংশোধনী আইন প্রতিবাদে মিছিলে হেঁটেছেন তাই মঙ্গলবার অবধি এই ছটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন776850 656310 student image wikipedia

আর তাই রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাক আউটের তরফে বিজ্ঞপ্তি জারি করে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। র আগে 16 ডিসেম্বর অর্থাত্ সোমবার পরীক্ষা স্থগিত রেখেছিল কিন্তু আবার নতুন করে বিজ্ঞপ্তি জারি করে মঙ্গলবারের পরীক্ষা স্থগিত রাখার কথা জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।

যেহেতু রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষাটি ইন্টারনেটের ওপর নির্ভর করে তাই ইন্টারনেট বন্ধ থাকার কারণে পরীক্ষা কোনোভাবেই দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পার্থপ্রতিম লাহিড়ি। অন্য দিকে যে সমস্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে সেগুলি কবে নেওয়া হবে সেই বিষয়ে কোনও কিছু বিস্তারিত জানানো হয়নি। অন্যদিকে আজ অর্থাত্ মুঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইট বি বাসস্ট্যা্ন্ড থেকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মিছিলে হাঁটবেন। তাই ব্যাপক যানজটের আশঙ্কা করা হচ্ছে।

সম্পর্কিত খবর