ম্যাচ জিতেও বড় জরিমানা দিতে হল ওয়েস্ট ইন্ডিজের প্রত্যেক ক্রিকেটারকে।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শাহী হোপস এবং হেটমায়ারের ব্যাটের উপর ভর করে ভারতকে পরাজিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। এর ফলে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেই আনন্দ পুরোপুরি ভাবে উপভোগ করতে পারলেন না ওয়েস্ট ইন্ডিজ। কারণ ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচ খেলার সময় স্লোওভাররেটের কারনে জরিমানা করা হল ওয়েস্ট দলের প্রত্যেক ক্রিকেটার কে।

ম্যাচ রেফারি ডেভিড বুন জানিয়ে দিয়েছেন যে নির্ধারিত সময়ের মধ্যে যত ওভার বল করার নিয়ম ছিল তার থেকে চার ওভার কম বল করেছে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা আর তাই অধিনায়ক কায়রন পোলার্ড সহ প্রত্যেকটি ক্রিকেটারের ম্যাচ ফি-র 80% করে কেটে নেওয়া হয়েছে।

93372674c6c774111441a30570ac6ae116caeb88

আম্পায়ারদের করা সমস্ত অভিযোগ মেনে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড। আর তাই এই ঘটনার কোনরকম শুনানি করার প্রয়োজন হয়নি। পোলার্ড জানিয়েছেন তিনি এবং তার দল এই ভুল কাজটি করেছেন, তাই এটা স্বীকার করে নিয়েছেন তিনি। ম্যাচ রেফারি ডেভিড বুন জানিয়েছেন যে প্রত্যেকের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রত্যেক ক্রিকেটারের ম্যাচ ফি-র 20 শতাংশ করে কাটা হবে। অর্থাৎ মোট চার ওভার স্লো বল করায় ম্যাচ ফি-র 80 শতাংশ জরিমানা করার নিদান দিয়েছেন দিয়েছেন ম্যাচ রেফারি ডেভিড বুন।

Udayan Biswas

সম্পর্কিত খবর