লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে 1 হাজার করা উচিত: প্রণব মুখোপাধ্যায়, প্রাক্তন রাষ্ট্রপতি

বাংলা হান্ট ডেস্ক : এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশ জুড়ে উত্তেজনার ঝড়। সপ্তদশ লোকসভা নির্বাচন শেষ হবার পর থেকে আবারও দেশের মসনদে বসেছে বিজেপি সরকার আর তার পর থেকেই একে একে নাগরিক পঞ্জি এবং নাগরিকত্ব সংশোধনী আইনে প্রণয়নের বিষয়ে জোর দিয়েছে গেরুয়া শিবির। যদিও এখনও অবধি শুধুমাত্র অসমে এনআরসি চালু হয়েছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেশের প্রতিটি রাজ্যে চালু করার হুঁশিয়ারি দিয়েছে তাই সব মিলিয়ে দেশের পরিস্থিতি একেবারে উত্তপ্ত।

আর এরই মধ্যে লোকসভার আসন সংখ্যা বাড়ানো নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সোমবার ইন্ডিয়া ফাউন্ডেশন আয়োজিত অটল বিহারী বাজপেয়ী স্মৃতি বক্তৃতায় এ বার রাজ্যসভায় এক ধাক্কায় আসন সংখ্যা এক হাজার করা উচিত বলে মন্তব্য করেন পাশাপাশি রাজ্যসভাতেও আসন সংখ্যা বাড়ানো উচিত বলে মন্তব্য করেন প্রাক্তন রাষ্ট্রপতি।তবে হঠাত্ কেন লোকসভার আসন সংখ্যা বাড়ানোর বিষয়ে সওয়াল করলেন তিনি?pranab 200

এর সপক্ষে যুক্তি দিতে গিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি জানিয়েছেন যেহেতু বিয়াল্লিশ বছর আগে লোকসভার আসন সংখ্যা বাড়ানো হয়েছিল তখন যে হারে দেশের জনসংখ্যা ছিল তার তুলনায় অনেকটাই জনসংখ্যা বেড়েছে এবার তাই জনসংখ্যার বিচারে লোকসভায় নির্বাচিত জনপ্রতিনিধিদের সংখ্যা বাড়ানো অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।

যদিও এর আগে কখনও প্রকাশ্যে গণতান্ত্রিক ভাবধারা নিয়ে এতটাই বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায়নি প্রণবকে কিন্তু এভাবে জনসংখ্যা বেড়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে মানুষের চাহিদা ও প্রয়োজনীয়তা সবটাই বেড়েছে, তাই আরও বিশেষ করে বিকেন্দ্রীকরণের প্রয়োজন অনুভব করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি।

তবে প্রণব মুখোপাধ্যায়ের এই প্রস্তাব শুনে তৃণমূলের তরফে এক বর্ষীয়ান সাংসদ বাংলায় লোকসভার আসন সংখ্যা বাড়বে বলেও মত প্রকাশ করেছেন। কারণ যে ভাবে রাজ্যের আয়তন বেড়েছে তাই একজন সাংসদের পক্ষে দেখা সম্ভব হয় না। 42 এর বদলে যদি আসন সংখ্যা 90 হয় সে ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে বলে মন্তব্য করেছেন তিনি।

সম্পর্কিত খবর