ভারত অধিনায়ক বিরাট কোহলি এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে বিরাট কোহলির অনুগামীরা। বিশ্বের যেখানেই বিরাট কোহলি খেলতে যাক না কেন হাজার হাজার অনুগামী তাকে সেখানেই সমর্থন করেন। ভারতের মাটি হোক কিংবা বিদেশে পৃথিবীর সকল প্রান্তে ছড়িয়ে রয়েছে বিরাট কোহলির ভক্তরা। তেমনি একজন বিরাট ভক্ত রয়েছেন ভারতবর্ষে। তিনি বিরাট কোহলির খেলায় অনুপ্রাণিত হয়ে পুরো শরীর জুড়ে বিরাট কোহলির ট্যাটু করিয়েছেন।
বেহরামপুরে বসবাসকারী 31 বছর বয়সী এই বিরাট ভক্ত বিরাট কোহলির খেলায় অনুপ্রাণিত হয়ে পুরো শরীর জুড়ে মোট 16 টি বিরাট কোহলির ট্যাটু কুড়িয়েছেন। তিনি তার হাতে-পেটে-বুকে সমস্ত জায়গায় বিরাট কোহলি ট্যাটু করিয়েছেন এবং পিঠের পেছনর দিকে বিরাট কোহলি জার্সি নাম্বার 18 ট্যাটু করিয়েছেন। তিনি জানিয়েছেন যে এই 16 টি ট্যাটু করাতে তার মোট খরচ হয়েছে এক লক্ষ টাকা।
পিন্টু বেহেরা নামে এই বিরাট ভক্ত জানিয়েছেন যে ছোট থেকেই তিনি বিরাট কোহলির খেলা দেখতে খুব পছন্দ করেন। 2016 সালে বিরাট কোহলির খেলায় অনুপ্রাণিত হয়ে এই ট্যাটু করার ইচ্ছা তার মনে জাগে। তারপর থেকে একটু একটু করে টাকা জমিয়ে একটার পর একটা ট্যাটু করান নিজের শরীরে।
ইতিমধ্যেই বিরাট কোহলি কে সামনে থেকে দেখার ইচ্ছা পূরণ হয়েছে পিন্টুর। অক্টোবর মাসে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ চলাকালীন বিশাখাপত্তনমে বিরাট কোহলি কে সামনে থেকে দেখেন তিনি, বিরাট কোহলি তাকে জড়িয়ে ধরে অনুপ্রাণিত করেন। তিনি জানিয়েছেন তার জীবনের অন্যতম একটা বড় স্বপ্ন পূরণ হয়েছে। তিনি জানিয়েছেন দেশের যে প্রান্তেই বিরাট কোহলি খেলুক না কেন তিনি সেখানে গিয়ে বিরাট কোহলির খেলা দেখেন। এছাড়াও বিদেশে গিয়ে বিরাট কোহলির খেলা দেখার ইচ্ছা প্রকাশ করেছেন পিন্টু বেহেরা।