নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ ঘরে জেলে বাবা-মা, আত্মীয়দের ভরসায় বাড়িতে একা ১৪ মাসের মেয়ে

বাংলা হান্ট ডেস্ক : এমনিতেই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কার্যত দেশ জুড়ে যেভাবে আন্দোলন বিক্ষোভ চলছে তার আঁচ পড়েছে দেশের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে। দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী প্রতিবাদ ওবিরোধিতা, ভাঙচুর এসব নিয়ে এখনও অবধি দেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মানুষ রাস্তায় নেমে আন্দোলনেও সামিল হয়েছেন। সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে ব্যাপক হারে। যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে।

কিন্তু এরই মধ্যে নাগরিকত্ব আইনের বিরোধিতা করে বাম রাজনৈতিক গুলির হয় বিক্ষোভে দেখানোয় গ্রেফতার হয়েছেন স্বামী স্ত্রী। উত্তরপ্রদেশের বারানসীতে ১৯ ডিসেম্বর তারিখে বিক্ষোভ প্রদর্শণের সময় গ্রেফতার হয়েছেন একতা ও রবি শেখর। কিন্তু এরইমধ্যে অনিশ্চয়তায় ভুগছেন তাঁদের মাত্র ১৪ মাসের দুধের শিশু। বাবা মা জেলে থাকার কারণে ওই শিশু বর্তমানে আত্মীয়দের কাছে ই রয়েছেন।caa protest 1200 2

এমনিতেই অন্যান্য জেলার তুলনায় উত্তরপ্রদেশে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের যে বিক্ষোভের ঝড় উঠেছে তা কার্যত হিংসাত্মক চেহারা নিয়েছে। আর তাই তো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসাত্মক কার্যকলাপ ছড়ানোয় গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। এমনিতেই দেশের অবস্থার কথা বিবেচনা করে যোগী সরকার সমাবেশের ওপর নিষেধাজ্ঞা  জারি করেছিল।

কিন্তু তা সত্ত্বেও জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শণের জন্য ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। আর তার মধ্যেই রয়েছেন একতা ও রবি শেখরও। তবে এসবের মধ্যে পড়েছে তাঁদের ছোট্ট সন্তান। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে রবি শেখরের পরিবাররে তরফে জানানো হয়েছে, “আমার ছেলে কোনও অপরাধ করেনি।

পুলিশ কেন তাঁকে গ্রেফতার করেছে? ওরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলো। আপনি কল্পনা করতে পারেন যে কীভাবে ছোট্ট বাচ্চা মা-বাবা ছাড়া জীবনযাপন করছে? অপরাধকে এইভাবে নিয়ন্ত্রণ করা যায় কি?” অন্যদিকে তিনি আরও জানিয়েছেন শিশুটি নাকি সর্বদা বাবা মায়ের খোঁজ করছে। কিন্তু তাঁরা কখন আসবে তার অপেক্ষাতেই পরিবার।

সম্পর্কিত খবর