সুখবরঃ নতুন বছরে চাকুরজীবিদের জন্য এই সুবিধা আনছে কেন্দ্র

বাংলাহান্ট ডেস্কঃ বড়দিন চলে গেছে কয়েকদিন আগেই। দেশ জুড়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখন শুধুই শীত উপভোগ ও নতুন বছর বরনের উৎসব চলছে। এরই মধ্যে চাকুরিজীবিদের জন্য নতুন খুশির খইবর নিয়ে আসল কেন্দ্রের মোদী সরকার। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী , ২০২০ সালের প্রথম দিন থেকেই মোদি সরকার তাদের নতুন ই পি এফ বা এমপ্লোয়মেন্ট প্রফিডেন্ড ফান্ড স্কিম চালু করবে।

জানা যাচ্ছে যে এই নতুন ই পি এফ স্কিমে কর্মচারীরা আগে থেকেই তাদের প্রফিডেণ্ট ফান্ডের কিছু অংশ অগ্রিম হিসাবে তুলতে পারবে। যদিও এই বিষয়ে এখনো শ্রম মন্ত্রক থেকে কোনো বিজ্ঞপ্তি  জারি হয় নি। তবুও আশা করা হচ্ছে নতুন বছর ২০২০ এর গোড়ার দিকেই চলে আসবে এই স্কিম। এর ফলে উপকৃত হবে প্রায় সাড়ে ৬ লক্ষ  পেনশনভোগী।

8662 job

কোনও সংস্থা বা প্রতিষ্ঠানে ২০ জনের বেশি কর্মী থাকলে সেই কোম্পানি ইপিএফ দিতে বাধ্য।  ১৫ হাজার টাকা  পর্বেযন্তত মাসিক পেলে ইপিএফের মতো সামাজিক সুরক্ষা পরিষেবা পান ওই কর্মীরা। । তবে বিশেষ ক্ষেত্রে ২০ জনের কম কর্মী থাকলেও এপিএফ-এর আওতাভুক্ত হবে সংস্থা।

উল্লেখ্য  পি এফ সংক্রান্ত পূর্বে আরো একটি সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার। সে ক্ষেত্রে তারা ঘোষনা করেছিল কর্মচারীদের বাধ্যতামূলক ভাবে থাকতে হবে Universal Account Number (UAN)। যা কর্মচারীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানানো হয়েছে। যদিও মার্চ ২০১৮তে কেন্দ্রীয় সরকার ক্যাবিনেট বৈঠকে জানিয়েছিল জন্ম তারিখ ও পিতার নাম না থাকায় ৮৪ মিলিয়ন মানুষ ই পি এফ পাবেন না। যা সেই সময় বিতর্কের জন্ম দিয়েছিল।  

ad

সম্পর্কিত খবর