নৌসেনায় আর ফেসবুক নয়, স্মার্টফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় নৌসেনায় ফেসবুক ব্যবহার আর নয়। শুধু ফেসবুক নয়, স্মার্টফোনও আর ব্যবহার করার অনুমতি মিলবে না। নৌসেনার কর্মী ও আধিকারিকদের জন্য এমনটাই নির্দেশকা জারি হল। নৌঁঘাটি, ডকইয়ার্ডস, যুদ্ধজাহাজে থাকাকালীন এই নির্দেশ মানতে হবে তাদের প্রত্যেককে।  সূত্রের খবর,  কিছু দিন আগে তথ্য পাচারের অভিযোগে নৌবাহিনীর ৭ জন অফিসারকে গ্রেফতার করা হয়েছিল। তাদেরকে সোশ্যাল মিডিয়ায় ফাঁসানো হয়েছিল বলে খবর পাওয়া যায়। এরপরই ভারতীয় নৌসেনার তরফে নিরাপত্তার জন্য আরও কঠোর পদক্ষেপ নেওয়া হল।

navy 2

কিছুদিন আগে ইনটেলিজেন্স সংস্থার তদন্তে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। নৌসেনার গোপনীয় তথ্য পাচারের বিষয়টি ফাঁস হয়ে যায় তাদের তদন্তে। এমনকি বাইরে টাকা পাচারের অভিযোগে একজন হাওয়া অপারেটরকে গ্রেফতারও করা হয়।

ভারতীয় যুদ্ধজাহাজ-সাবমেরিনের অবস্থান সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ করে পাকিস্তানে সে তথ্য পাচার করে দেওয়া হয়েছিল। সেই তথ্য পেয়ে খুব সহজেই সোশ্যাল মিডিয়ায় ফাঁসানো সম্ভব হয়েছিল নৌবাহিনীদের। এই সুযোগে মহিলাদের পরিচয় দিয়ে ফেক অ্যাকাউন্ট খুলে নৌ-কর্মীদের সঙ্গে আলাপ জমিয়ে তাদের ব্ল্যাকমেল করে পাকিস্তানীরা। এইভাবে গোপনীয় তথ্যের সন্ধান পেয়ে যায় তারা। ভারতীয় নৌসেনার তরফে সেই ফাঁদ থেকে দূরে থাকতে নতুন নির্দেশিকা জারি করা হয় নৌসেনার তরফে। সোশ্যাল মিডিয়া থেকে নৌবাহিনীকে দূরে রাখতেই এমন পদক্ষেপ।

তবে এতটুকুতেই শেষ নয়। আরও বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হবে নৌবাহিনীর গোপনীয়তা বজায় রাখতে। খুব শীঘ্রই কোনও মেসেজিং অ্যাপ, নেটওয়ার্কিং, ব্লগিং, ই-কমার্স সাইট ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা জারি করা হবে।

সম্পর্কিত খবর