আবহাওয়ার খবর: জানুয়ারীর প্রথম সপ্তাহেই রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভবনা জারি করল হাওয়া অফিস

বাংলা হান্ট ডেস্ক : নতুন বছরের শুরু, তাই উত্সবের মেজাজে রয়েছে গোটা বঙ্গবাসী। গত বছরের শেষে যেভাবে শীতের ব্যাটিং ব্যাপক হরে শুরু হয়েছিল তাতে নতুন বছরের শুরুতে দাপট ভালো থাকবে এমনটা আশা করাই যাচ্ছিল। কিন্তু তাতে বাধ সেধেছে পশ্চিমি ঝঞ্ঝা। মাত্র কয়েক সপ্তাহ আগে রাজ্যে পাশ্চিমি ঝঞ্ঝার জন্য উত্তুরে হাওয়া ঢুকতে বাধা পেয়েছিল, তাই বৃষ্টির পরে উত্তুরে হাওয়া ঢুকলেও কিন্তু শীতের ঠান্ডা মেজাজ দেখা দিয়েছিল বঙ্গে। কিন্তু বছর শুরু হতে না হতেই সেই ঠান্ডার মেজাজ উধাও।

তাই একটু হলেও মন খারাপ বঙ্গবাসীর। কারণ ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফ থেকে রাজ্যে নতুন বছরের শুরুতেই বৃষ্টির আশঙ্কা করা হয়েছিল। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছিল বুধবার থেকে শুক্রবার অবধি। যদিও তা শেষ অবধি হয়নি। কিন্তুবৃহস্পতিবার সকাল থেকেই আকাশে মেঘ উঁকি দিয়েছে। রোদ্দুরের দাপট যেমন নেই তার সঙ্গে তাল মিলিয়ে ঠান্ডা হাওয়া এক্কেবারে উধাও। আর এরইমধ্যে আবারও বৃষ্টির খবর শোনাল হাওয়া অফিস।ba83a712f41e64704a77e8e4b041b70f

তিনটি ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে উত্তর থেকে পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল হাওয়া অফিস। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা হয়নি। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে ওডিশা, ঝাড়খণ্ড, সিকিম, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থানে বৃষ্টির সম্ভাবনা জারি করেছে মৌসম ভবন।

অন্যদিকে আলিপুর হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে বঙ্গের বেশ কয়েকটি জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে উত্তরবঙ্গের সিকিমে বৃষ্টির সঙ্গে তুষারপাত হতে পারে বলে জানানো হয়েছে। এমনকি জানুয়ারির প্রথম সপ্তাহতেই দার্জিলিঙ, কালিম্পং, গ্যাংটক-সহ পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে। তবে বৃষ্টির শেষে আবারও ঠান্ডার আমেজ জাঁকিয়ে পড়বে রাজ্যে।

ad

সম্পর্কিত খবর