বাংলাহান্ট ডেস্কঃ গতবছরের শীতের ইনিংস শুরু হয়েছিল টি-টোয়েন্টির মত ঝোড়ো ভাবেই। কিন্তু হঠাৎ করেই পশ্চিমি ঝঞ্ঝার কারনে সেই ইনিংস মন্থর হয়ে যাওয়ায় হতাশ হয়েছিল শীত প্রেমিরা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল বড়দিন হতে পারে শীতের উষ্ণতম দিন। বছরের শুরুটাও জমিয়ে করেছিল শীত। কিন্তু ২ ও ৩ জানুয়ারি ফের একবার বঙ্গে ফেরে বর্ষা। ৬ জানুয়ারি থেকে মেঘ কেটে যেতেই আবার ফর্মে ফিরেছে শীত। গত কয়েকদিনে তাপমাত্রা নেমেছিল ১২ ডিগ্রির কাছাকাছি। কিন্তু মেঘ ও রৌদ্রের এই খেলা যেন থামছেই না। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আবার ফিরতে চলেছে বর্ষা ।
বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। মেঘলা আকাশের জেরে কমবে শীতের দাপট। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আসবে কাছাকাছি। সারা দিন ধরেই হালকা শীত অনুভূত হতে পারে।
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘর। আজ শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম ২১.৬ ডিগ্রি সেলসিয়াস।