বাংলাহান্ট ডেস্ক: টলিউডের প্রথম সারির পরিচালকদের তালিকায় অনায়াসেই নিজের জায়গা করে নেবেন মৈনাক ভৌমিক। ‘ফ্যামিলি ড্রামা’র গল্প বলায় তাঁর জুড়ি মেলা ভার। মাঝখানে গোয়েন্দা ও থ্রিলার সিরিজের দিকে ঝুঁকেছিলেন পরিচালক। তবে সেরম ভাবে ছবিগুলো হিট হয়নি। এবার ফের চেনা ছকেই ফিরে এসেছেন মৈনাক। সৌজন্যে, ‘চিনি’। এই নামেই আগামী ছবি করতে চলেছেন পরিচালক।
জানা গিয়েছে, নিখাদ মা-মেয়ের সম্পর্কের কাহিনি উঠে আসবে ছবিতে। মায়ের ভূমিকায় অভিনয় করতে চলেছেন অপরাজিতা আঢ্য। তাঁর মেয়ের চরিত্রে অভিনয় করতে পারেন মধুমিতা সরকার। অপরাজিতা দীর্ঘদিন ধরে বড়পর্দায় অভিনয় করছেন। বহু জনপ্রিয় ও সফল ছবি রয়েছে তাঁর ঝুলিতে। তবে মধুমিতা সেই দিক থেকে বড়পর্দায় নবাগতা। তবে তিনিও ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করেছেন। বাংলা টেলিজগতে রীতিমতো জনপ্রিয় মুখ তিনি। তবে সম্প্রতি টলিভিশন জগত ছেড়ে সেলুলয়েডের পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন মধুমিতা।
জানা গিয়েছে, সম্পূর্ণ নারীকেন্দ্রিক ছবি হতে চলেছে ‘চিনি’। এর আগে মৈনাক ভৌমিকের ‘জেনারেশন আমি’ ছবিতে অভিনয় করেছেন অপরাজিতা। এই ছবির চিত্রনাট্য লেখার সময়ও নাকি তাঁর কথাই ভেবেছিলেন পরিচালক। তবে জানা গিয়েছে, মধুমিতার চরিত্রটিতে আগে সৌরসেনীকে নেওয়ার পরিকল্পনা করেছিলেন মৈনাক। অন্যান্য চরিত্রে কাকে কাকে দেখা যাবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
এর আগেও নারীকেন্দ্রিক ছবি করেছেন পরিচালক। ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে চারটি ছবি করবেন বলে চুক্তিবদ্ধ ছিলেন মৈনাক। চিনিই সেই চতুর্থ ছবি। এর আগে পরিচালকের ‘বর্ণ পরিচয়’ ও ‘গোয়েন্দা জুনিয়র’ ছবিদুট তেমন ব্যবসা করতে পারেনি বক্স অফিসে।