পায়রা পোষার ক্ষেত্রে মেনে চলুন এই সতর্কতা না মানলে হতে পারেন দুর্ভাগ্যের স্বীকার

বাংলাহান্ট ডেস্কঃ আমাদের প্রত্যেকের জীবনই নানা সমস্যায় পরিপূর্ন। জ্যোতিষ মতে আমাদের জন্মছক  বা পূর্বজন্মের কোনো কারনে ঘটে  এই সব সমস্যার সূত্রপাত। বিভিন্ন রত্ন ধারন করলে অনেকসময় এই সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু অর্থনৈতিক কারনে অনেক সময় এই বহু মূল্য রত্ন আমাদের পক্ষে ধরন করা সম্ভব হয় না। জ্যোতিষ বলে রত্ন ধারন না করতে পারলেও কিছু সাধারন নিয়ম মেনে চললেও এই দুর্ভাগ্যকে রুখে দেওয়া  সম্ভব। আবার ভুল ব্যবহারে হতে পারে মারাত্মক বিপদ।

ecr9be

আমাদের অনেকের বাড়িতে পায়রা থাকে। সুপ্রাচীন কাল থেকেই এই পায়রা পোষার চল রয়েছে। পায়রা কে বার্তা প্রেরণের কাজেও লাগানো হত। পায়রাকে যেমন শান্তির দূত বলে মানা হয় তেমনই জোড়া পায়রা প্রেমেরও প্রতীক।  জ্যোতিষ মতে পায়রা ও বুধ পরষ্পর সম্পর্ক যুক্ত। বাড়িতে পায়রা পুষলে তা যেমন আপনার জন্য শুভ বার্তা বহন করে আনবে তেমনই বাড়িতে সঠিক ভাবে পায়রা না পুষলে আপনিও হতে পারেন দুর্ভাগ্যের শিকার

  1. বাড়িতে পায়রা থাকলে  অশুভ শক্তি প্রবেশ করতে পারে না।
  2. পায়রাকে খাবার ও জল-সহ তার বিশেষ যত্ন নিলে তাতে লক্ষী দেবী প্রসন্ন হন। বাড়িতে সুখ ও সম্পদ উপচে পরে।
  3. পায়রার বাসা নোংরা রাখলে ক্ষতি হতে পারে আপনার।
  4. একই সাথে যদি আপনার বাড়িতে পায়রা জোর করে থাকতে শুরু করে তবে তা অশুভ বার্তা নিয়ে আসে। মানসিক ভাবে বিপর্যস্ত হবেন আপনি ও আপনার পরিবার। চলে যাবে সুখ সমৃদ্ধি।

 

সম্পর্কিত খবর