পাকিস্তান সুপার লীগে বল বিকৃতির অভিযোগ আনলেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয়।

ফের বিতর্ক পাকিস্তান ক্রিকেটে, পাকিস্তান সুপার লিগ নিয়ে কিছুদিন আগে অভিযোগ উঠেছিল যে পাকিস্তান সুপার লিগে ম্যাচ ফিক্সিংয় হচ্ছে। আর এবার বল বিকৃতির অভিযোগ উঠল পাকিস্তান সুপার লিগে। এই অভিযোগ আনলেন ইংল্যান্ডের বিখ্যাত ওপেনার জেসন রয়। এই অভিযোগ করা হয়েছে পাকিস্তানের পেস বোলার ওয়াহাব রিয়াজের বিরুদ্ধে।

এই ঘটনাটি ঘটে পিএসএলে উদ্বোধনী ম্যাচে, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল পেশোয়ার জালিম এবং কোয়েটা গ্লাডিয়েটস। কোয়েটা গ্লাডিয়েটসের হয়ে সেই সময় ব্যাটিং করেছিলেন জেসন রয়। সেই সময় জেসন রয় হঠাৎই পাকিস্তানী পেসার ওয়াহাব রিয়াজের সামনে গিয়ে বলেন ‘তুমি কি পিচে ভালো সুইং পাওয়ার জন্য বলটি নিজের মত করে তৈরি করে নিচ্ছো? রয়ের এই মন্তব্য শুনে খুব রেগে যান পাক বোলার। দুজনের মধ্যে বাক্য বিনিময় শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন কোয়েটা গ্লাডিয়েটসের অধিনায়ক সরফরাজ আহমেদ।

2653746710b65b62f5ba7cdef27bedf2fc23a386a

জানা গিয়েছে তারপরই কোয়েটা গ্লাডিয়েটসের তরফে বল বিকৃতির অভিযোগ আনা হয়েছে। কিন্তু সেই অভিযোগে সেই ভাবে কারুরই নাম উল্লেখ করা হয় নি।

Udayan Biswas

সম্পর্কিত খবর