বাংলাহান্ট ডেস্ক: বলা হয় কুকুর মানুষের সবথেকে প্রিয় বন্ধু। বিশ্বস্ততা ও প্রভুভক্ত হওয়ার শিক্ষা খুব ভাল ভাবেই দিতে জানে তারা। সঙ্গে সঙ্গে তাদের বুদ্ধিও যে বেশ ভালই আছে তাও বহুবার প্রমাণিত হয়েছে। পোষ্য কুকুরকে যেমন শেখানো হয় তেমনই শেখে তারা। এমনকি হারিয়ে গেলে কোথায় গিয়ে রিপোর্ট করতে হয় সেই জ্ঞানটাও খুব ভালভাবেই রয়েছে তাদের।
সম্প্রতি এমনই এক ঘটনা প্রকাশ্যে এসেছে। হারিয়ে গিয়ে পুলিশের কাছে নিজেই রিপোর্ট লেখাতে হাজির এক জার্মান শেফার্ড। এই ঘটনা টেক্সাসের। সেখানে ওডেসা থানায় ১২ ফেব্রুয়ারি হঠাৎ করেই হাজির হয় চিকো। সে হারিয়ে গিয়েছে, তাই রিপোর্ট লেখাতে এসেছে পুলিশের কাছে। থানা থেকে এমনই মজার এক পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, থানার ফ্রন্ট ডেস্কের সামনে দু পা তুলে দাঁড়িয়ে রয়েছে চিকো আর এক অফিসার তার ছবি তুলছেন।
থানার থেকে জানানো হয়, হঠাৎ করেই চিকো ঢুকে আসে থানায়। কিছুক্ষণ সেখানে সময় কাটায় সে। পুলিশ অফিসারদের আদর খেয়ে হঠাৎ তার খেয়াল পড়ে অনেকক্ষণ হয়ে গিয়েছে, এবার বাড়ি ফেরা দরকার। তারপর যেমন এসেছিল তেমনই আবার বেরিয়ে যায় থানা থেকে। পরে পুলিশরা খোঁজ নিয়ে জানতে পারে ঠিক মতোই বাড়ি পৌঁছে গিয়েছে চিকো।
জানা গিয়েছে, এডওয়ার্ড অ্যালভারাডো নামের এক ব্যক্তির পোষ্য চিকো। তিনি যখন ঘুমোচ্ছিলেন তখনই বাড়ি থেকে বেরিয়ে যায় সে। ওই ব্যক্তির এইসব ব্যাপারে কিছুই জানতেন না। তাঁর এক আত্মীয় তাঁকে পুলিশের এই পোস্টের ব্যাপারে জানান। চিকোর এই কাণ্ডকারখানা এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছে তাকে। চিকো যে বেশ বুদ্ধিমান সেটাও একবাক্যে স্বীকার করে নিয়েছেন তাঁরা।