দেশ না IPL কোনটা আগে? কপিল দেব প্রশ্ন ছুঁড়ে দিলেন ভারতীয় ক্রিকেটারদের।

আর কয়েকদিন পরেই ভারতে (India)  শুরু হয়ে যাবে আইপিএল (IPL- Indian Premier League)। এই কুড়ি ওভারের ক্রিকেটে সকল ক্রিকেটাররা অংশগ্রহণ করবেন এবং মেতে থাকবেন। সিনিয়র ক্রিকেটাররাতো বটেই সেই সঙ্গে তরুণ প্রতিবাদেরও নিজেদের মেলে ধরার একটা বড় প্ল্যাটফর্ম এই আইপিএলের মঞ্চ।

এখান থেকে অনেক তরুণ ক্রিকেটার নিজেদের প্রতিভা দেখানোর মাধ্যমে জাতীয় দলে সুযোগ পান। তবে জাতীয় দলের ক্রিকেটারদের ক্ষেত্রে আইপিএল সম্পূর্ণ আলাদা কারণ এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট খেলে তারা প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েন তারপর আইপিএলের চাপ। আর এমন পরিস্থিতিতে বিশ্বকাপ ভারত অধিনায়ক সরাসরি জানিয়ে দিলেন যদি চাপ নিতে না পারছো তাহলে আইপিএলকে না বলে দাও।

এই মুহূর্তে ক্রিকেট ক্যালেন্ডারে যোগ হচ্ছে আরও বেশি করে ম্যাচ। এই মুহূর্তে অনেক বেশি পরিমাণে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে হয় ক্রিকেটারদের। এর ফলে বেশি ক্রিকেট খেলে ক্লান্ত হয়ে পড়ছেন ক্রিকেটাররা আর এমন পরিস্থিতিতে অনেক ক্রিকেটাররা হয়তো মনে করছেন আন্তর্জাতিক ক্রিকেট খেলার চাপ নেওয়ার পর আইপিএল খেলা তাদের জন্য একটু কষ্টকর হয়ে উঠছে।

তাদের উদ্দেশ্যে কপিল দেবের মন্তব্য প্রয়োজন পড়লে আইপিএল খেলো না, শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেট খেলো। যেই সময়টা আইপিএল খেলতে সেই সময়টায় বিশ্রাম নাও, শরীরকে রেস্ট দাও তাহলে আরও ভালো ক্রিকেট খেলতে পারবে।

217729982876fd3924575d4d6f64a8366916439d8

কপিল দেব (Kapil Dev) এর মতে আইপিএল খেলা এবং জাতীয় দলের জার্সি পড়ে খেলা সম্পূর্ণ আলাদা। আইপিএলে হয়তো অনেক বেশি পরিমাণে টাকা উপার্জন হয়, কিছু দিনের জন্য নাম খ্যাতি পাওয়া যায়। কিন্তু জাতীয় দলের হয়ে খেলার অনুভূতি আলাদা, জাতীয় দলের হয়ে খেললে তার সম্মান অনেকগুণ বেড়ে যায়। সেই সাথে কপিল দেবের মতে অনেক ক্রিকেটারই হয়তো ফ্রাইচাইঞ্চি লীগ খেলতেই বেশি পছন্দ করেন তাদের ক্ষেত্রে এই কথাগুলো প্রযোজ্য নয়।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর