বাংলা হান্ট ডেস্ক : সানি লিওনকে চেনেনা এমন মানুষ হয়তো খুঁজলেও পাওয়া যাবে না। আর এমন হবে নাই বা কেন নীল জগত থেকে বলিউডের একজন হিট অভিনেত্রী হওয়ার সফর যেকোনো রূপকথার গল্পকেও হার মানায়।
এছাড়াও নিজের উদার মনোভাবের জন্য বেশ পরিচিত সানি লিওনি। বর্ণভেদ ভুলে গিয়ে একজন শিশু কৃষ্ণবর্ণের শিশুকন্যাকে দত্তক নিয়ে তিনি এবং তার স্বামী প্রশংসা করেছেন কুড়িয়েছেন সকল মহলের।
বিটাউনে কান পাতলেই সানি লিওনের মহান হৃদয় গল্প শোনা যায়। এছাড়াও নিজের লাস্যময়ী রূপের জন্যও বেশ পরিচিত সানি লিওনি। সারাদিনের ব্যস্ততার মাঝেও সোশ্যাল মিডিয়ায় অবাধ বিচরণ করে থাকেন সুন্দরী সানি।
সম্প্রতি,সানি লিওনি তার নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে তার একটি ছবি শেয়ার করেন যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যাচ্ছে, আয়নার সামনে দাঁড়িয়ে সাজসজ্জায় ব্যস্ত রয়েছে তিনি। গাঢ়ো গোলাপি রঙের লিপস্টিক তার লুককে আরও বোল্ড করে তুলেছে।