এই গরমে নিজেকে ও অন্যকে ঠান্ডা রাখতে বানিয়ে ফেলুন জনপ্রিয় গন্ধরাজ লস্যি

 

বাংলা হান্ট ডেস্ক : শীতের আমেজ সরে গিয়ে আগমন হচ্ছে গ্রীষ্মের। এই গরমে নিজেকে ও অন্যকে ঠান্ডা রাখতে বানিয়ে খাওয়ান গন্ধরাজ ঘোল। দেখে নিন কেমন করে তৈরি করবেন।

উপকরন

দই- ১কাপ

জল

বরফ

গন্ধরাজ লেবুর খোসা ও রস

চিনি

নুন

চাট মশলা

IMG 20200313 214156

প্রস্তুত প্রণালী

লেবুর খোসা একটা ছোট পাত্রে নুন দিয়ে রেখে দিন। দই, জল ও বরফ একসঙ্গে ব্লেন্ডারে ভাল করে মিশিয়ে নিন।

ওর মধ্যে চিনি, নুন ও চাট মশলা দিয়ে আবারও ভাল করে মেশান।

সবশেষে নুন দিয়ে জারানো লেবুর খোসা ও লেবুর রস দিয়ে আরও একবার ভাল করে ব্লেন্ড করে লম্বা কাঁচের গ্লাসে ঢেলে পরিবেশন করুন গন্ধরাজ ঘোল।

Udayan Biswas

সম্পর্কিত খবর