করোনা ভাইরাসের জন্য বাতিল হয়ে গেল ভারত-দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ।

এই মুহূর্তে করোনা ভাইরাসের (Coronavirus) প্রভাব পুরো বিশ্বজুড়ে পড়েছে। আর এবার করোনা ভাইরাস সরাসরি প্রভাব ফেলল ভারতে। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে পড়ল করোনার প্রভাব। করোনা ভাইরাসের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ইতিমধ্যে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে ম্যাচ বাতিল করেছে অর্থাৎ করোনা ভাইরাসের প্রভাবে বাতিল হয়ে গেল ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

এই সিরিজের প্রথম ম্যাচটি ছিল ধর্মশালায়, কিন্তু বৃষ্টির জন্য ধর্মশালায় এক বলও হয়নি, ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। আর সেই কারণে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা নজর রেখেছিল সিরিজের বাকি দুটি ম্যাচের দিকে। গতকাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জরুরি বৈঠক করার পর জানিয়ে দেয় আগামী 15 ই এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে আইপিএল। আর তার কিছুক্ষণ পরেই জানিয়ে দেওয়া হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজটি সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হল।

15957429066d231ddbb59a23142fbaf20efb16838

ক্রিড়া মন্ত্রকের তরফে জানানো হয়েছিল যে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে কিন্তু দর্শকশূন্য গ্যালারিতে। তার কিছুক্ষণ পরে জানিয়ে দেওয়া হলো যে ম্যাচ গুলি পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে। এই সিরিজের তৃতীয় ম্যাচটি হওয়ার কথা ছিল ইডেন গার্ডেন্সে, সেই কারণে সিএবি কর্তৃপক্ষ ইতিমধ্যেই টিকিট বিক্রি শুরু করে দিয়েছিল। তবে এই মুহূর্তে সমস্ত রকম টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে।


Udayan Biswas

সম্পর্কিত খবর