মিথ্যে বলে বিজেপি ৩০০টি আসন জিতেছে : অখিলেশ যাদব

সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ২০২২ সালে অনুষ্ঠিত হতে যাওয়া রাজ্য বিধানসভা নির্বাচনে ৩৫১ টি আসন জয়ের দাবি করেছেন। ত্নি নিজের জয়ের সম্পর্কে যথেস্ট আশাবাদী, পাশাপাশি এসবের মধ্যে তিনি হাল ছাড়ার পাত্র নন।অখিলেশ বলেছিলেন, “মনে রাখবেন যাঁরা সমাজতন্ত্রকে ভয় করেন তারা মানবতার ভয় পান”।akhilesh yadav 1573354265 রবিবার বিকেলে তিনি সংবাদ সম্মেলন করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অখিলেশ বলেছিলেন যে বিজেপি জনগণ যদি মিথ্যা কথা ছড়িয়ে ৩০০টিরও বেশি আসন জিততে পারে তবে আমরা জনগণকে সত্য কথা বলে ৩৫০ জনেররও বেশি আসন কেন জিততে পারি না? অখিলেশ যাদব লখনউয়ের এসপি কার্যালয়ে বিভিন্ন দলের নেতাদের পার্টিতে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছিলেন যে আজ সমাজতন্ত্র সম্পর্কে নতুন সংজ্ঞা সংকলিত হচ্ছে। বিজেপির লোকেরা সমাজতন্ত্রকে ঘৃণা করে।

অখিলেশ যাদব বিজেপিকে সংবিধান অনুসরণ না করার অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন যে বিজেপি সংবিধানে আক্রমণ করছে। অখিলেশ বলেছিলেন যে সমাজতন্ত্র দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য কাজ করে। এই নিয়ে এদিন তিনি যথেস্ট ক্ষোভ প্রকাশ করেন, আর বলেন যে বিজেপির মতন দল কাজ করতে পারলেও তারা ওদের থেকেও ভালো কাজ করে দেখাবেন।

 

সম্পর্কিত খবর