বাংলাহান্ট ডেস্কঃ করোনা আতঙ্কের জেরে ইতিমধ্যেই দেশের ৮০ টি জেলায় লকডাউনের পরিস্থিতি। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছা়ড়া বাকি সব কিছুই থাকবে বন্ধ। বন্ধ থাকবে রেল ও বাস পরিবহনও। করোনার জেরে সাধারণ মানুষের সুবিধার্থে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ব্যাঙ্কও। রবিবার ব্যাঙ্কের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যাঙ্ক পরিষেবা কেবলমাত্র জরুরি কাজেই ব্যবহার করা হবে।
আজ সোমবার থেকে দেশের সব ব্যাঙ্কে মাত্র চারটি ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে। টাকা লেনদেন সংক্রান্ত কাজ চালু থাকবে, সেটা টাকা তোল, টাকা জমা, এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা লেনদেন, চেক জমা দেওয়া। আইবি এর পক্ষ থেকে জানানো হয়েছে এমনটাই।
ব্যাঙ্কগুলি সাধারন মানুষের কাছে অনুরোধ করেছে সাধারণ মানুষের ব্যাঙ্কে কোনো জরুরি দরকার ছাড়া না আসে। আগামী দিনে পরিস্থিতির ওপর নির্ভর করে বিভিন্ন পরিষেবার বদল ঘটতে পারে। পাশাপাশি এসবিআই জানিয়েছে, ই চরম পরিস্থিতিতেও ঋণ দেওয়ার ব্যবস্থাও করা হবে। ব্যবসার সাথে যুক্ত মানুষদের বার্ষিক ৭.২৫% হিসেবে তাদের ঋণ দেওয়া হবে।পাশাপাশি অনলাইন, ডিজিটাল ,নেট ব্যাঙ্কিং সব আগের মতোই পরিষেবা চালু থাকবে। মানুষ যাতে এখন এই ডিজিটাল লেনদেনের ওপরেই বেশী ঝোঁক দেয় সেই কথা জানিয়েছে আইবিএ।
করোনার কারনে দেশের বেশিরভাগ রাজ্যেও ৩১ মার্চ পর্যন্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পশ্চিমবঙ্গে স্কুলের ছুটি বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি বন্ধ হয়েছে অফিসও, কর্মচারীদের বাড়ি বসে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।