করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলেই তাকে আগুনে পুড়িয়ে তার শেষ কৃত্য হবে এমনটাই জানিয়েছে মুম্বাই পুরনিগম। গোটা ভারতের আক্রান্ত এইমুহূর্তে প্রায় ১২০০। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে।
All bodies of #COVID19 patients should be cremated irrespective of religion. Burial will not be allowed. The funeral should not involve more than 5 people: Praveen Pardeshi, Commissioner of Brihanmumbai Municipal Corporation (BMC) #Mumbai #Maharashtra pic.twitter.com/Bafy6DBiJ3
— ANI (@ANI) March 30, 2020
প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহানে পরে ইরানে এই রোগের প্রকোপ বেশী বেড়ে গেছিলো।
আর ভারতের সবথেকে বেশী আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৬৩ হাজার ৯২৮। মৃত্যু হয়েছে প্রায় ৩৩ হাজারের বেশী মানুষের। করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে।
আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।আর এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জানানো হয়েছে je ধর্মের মানুষের মৃত্যু হোক তার শেষ কৃত্য করা হবে আগুনে পুড়িয়ে।