বাংলাহান্ট ডেস্কঃ সব জায়গায় ক্রমশ বেড়ে চলেছে করোনাভাইরাস (corona virus)। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আক্রান্তেরও সংখ্যাও প্রচুর। এর হাত থেকে বাদ যায়নি পাকিস্তানও। এখানে বেড়ে চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। তবু এখনও দেশে লকডাউন (lockdown) ঘোষণা করেননি পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran khan)। উল্টে কেন লকডাউন ঘোষণা করা ঠিক নয় তা বলতে গিয়ে জাতির উদ্দেশে ভাষণে টেনে এনেছেন ভারতের প্রধানমন্ত্রীর প্রসঙ্গ। তিনি বলেছেন, নরেন্দ্র মোদী নাকি লকডাউন ঘোষণা করার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। ইমরানের এমন আজব দাবিতে সমালোচনা শুরু হয়েছে পাকিস্তানেই pakistan)। সেখানকার সংবাদমাধ্যমও প্রধানমন্ত্রী ভুল বলেছেন বলেন দাবি তুলেছে।
ভারতে (india)করোনা সংক্রমণ বাড়তে যাতে না পারে তার জন্য ২৪ মার্চ থেকে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi)। এই লকডাউনের সিদ্ধান্তকে শুধু ভারত নয়, অন্যান্য দেশও সমর্থন জানিয়েছে। কিন্তু পাকিস্তান এখনও পর্যন্ত লকডাউন ঘোষণা করেনি। যদিও জনসংখ্যার অনুপাতে সে দেশে সংক্রমণের হার ভারতের থেকে যথেষ্টই বেশি।
কিন্তু পাক প্রধানমন্ত্রী এখনও কেন লকডাউন ঘোষণা করছেন না তা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে সে দেশে। সেই সমালোচনার জবাব দিতেই জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান খান। সেখানে তিনি বলেন, ভারতে লকডাউন ঘোষণা করে ভুল করেছেন নরেন্দ্র মোদী। সেই কারণে নাকি সকল জনগণের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
তবে ইমরান খানের এই ভুল দাবি নিয়ে সরব হয়েছে পাক মিডিও। পাকিস্তানের নিউজ চ্যানেল জিও নিউজ ইমরানের বক্তব্যের পরে পরেই মোদী আসলে কী বলেছেন এবং খান কী বলেছেন তা তুলে ধরে বুঝিয়ে দিয়েছেন পাক প্রধানমন্ত্রীর দাবি মোটেও ঠিক নয়।
যদিও প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার প্রসঙ্গটি একেবারেই ভিন্ন। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “আমি জানি এই লকডাউনের ফলে মানুষের অনেক সমস্যা হচ্ছে। অনেক দুর্ভোগ হচ্ছে। তার জন্য আমি দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থী।” এই লকডাউন যে মানুষের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে, সেটা আরও একবার বললেন মোদী। তিনি বলেন, “মানুষ হয়তো ভাবছে আমি কী ধরনের প্রধানমন্ত্রী। কিন্তু লকডাউন ছাড়া আর কোনও উপায় ছিল না। এই লকডাউন আপনাদের এবং আপনাদের পরিবারের সুরক্ষার কথা ভেবেই নেওয়া হয়েছে। তাই দয়া করে আমাদের সঙ্গে থাকুন। ধৈর্য রাখুন। আরও বেশ কিছুদিন এই ধৈর্য আপনাদের রাখতে হবে।”