বাংলাহান্ট ডেস্ক: প্রধানমন্ত্রীর আর্জিকে সমর্থন জানিয়ে রবিবার রাত নটায় সবাইকে মোমবাতি জ্বালানোর ডাক দিলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এদিন নয় মিনিটের জন্য সব আলো নিবিয়ে মোমবাতি জ্বালানোর আবেদন রাখলেন অভিনেত্রী। করোনা মোকাবিলায় রাজনৈতিক দ্বন্দ্ব দূরে সরিয়ে দেশবাসীকে একজোট হয়ে লড়াই করার ডাক জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে জনতা কার্ফুর দিন বিকেল ৫টার সময় সমগ্র দেশবাসীকে জরুরি পরিষেবায় নিযুক্ত কর্মীদের ধন্যবাদ জানিয়ে ৫ মিনিট থালা, ঘন্টা ইত্যাদি বাজানোর আবেদন জানিয়েছিলেন তিনি।
এবার ফের একটি আর্জি রেখেছেন মোদী। আজ সকাল ৯টায় ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী আবেদন করেন আগামী রবিবার অর্থাৎ ৫ এপ্রিল রাত ৯টায় ৯ মিনিট ধরে ঘরের আলো নিবিয়ে মোমবাতি, প্রদীপ, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সবাই সবার পাশে রয়েছে এটা বোঝাতেই এই পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী।
সেই প্রসঙ্গ তুলেই একটি ভিডিওবার্তা দিয়েছেন ঋতুপর্ণা। সেখানে তিনি সবাইকে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রীর আর্জি অনুসারে সবাই মোমবাতি জ্বালান। এর মাধ্যমেই বোঝানো সম্ভব যে সকলে সকলের পাশে রয়েছেন। তিনি আরো বলেছেন, এই সঙ্কট গোটা বিশ্বের। এইভাবেই আমরা প্রকৃতিকে বোঝাতে পারি যে আমরা সবাই একসঙ্গে রয়েছি এই যুদ্ধে। এই লড়াই আমরাই জিতব।
ঋতুপর্ণার এই ভিডিও এখন ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই সমর্থন করেছেন ঋতুপর্ণাকে।