সারা বিশ্বের সাথে সাথে এই মুহূর্তে ভারতবর্ষেও দ্রুত গতিতে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার হাত থেকে রেহাই পায়নি প্রতিবেশী দেশ পাকিস্তানও। এমন পরিস্থিতিতে দুই দেশের চির শত্রুতা ভুলে গিয়ে করোনার বিরুদ্ধে লড়াই করতে তহবিল তৈরির জন্য ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের কথা বললেন প্রাপ্তন পাক পেসার শোয়েব আখতার।
দুই দেশের রাজনৈতিক কারনের জন্য 2007 সালের পর বন্ধ হয়ে রয়েছে ভারত- পাক দ্বিপাক্ষিক সিরিজ। এশিয়া কাপ কিংবা আইসিসির কোনো ইভেন্ট ছাড়া এই দুই দল একসাথে মুখোমুখি হয় না। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের দুঃসময়ে পুরোনো শত্রুতা ভুলে গিয়ে দুই দেশের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ করার প্রস্তাব দিলেন শোয়েব আখতার।
আখতার জানিয়েছেন এই ম্যাচ অনুষ্ঠিত হলে এই ম্যাচের ফলাফল নিয়ে কোনো দলই মাথা ঘামাবে না, যে দলই জিতুক না কেন জয় হয় হবে ক্রিকেটের। এই ম্যাচ থেকে যে বিপুল পরিমাণ অর্থ উপার্জন হবে সেই অর্থ তুলে দেওয়া হবে দুই দেশের সরকারের হাতে যাতে এই অর্থ করোনা মোকাবিলায় কাজে লাগাতে পারে দুই দেশ।