রাজীব শুক্লা জানিয়ে দিলেন ১৫ ই এপ্রিল থেকে আইপিএল শুরু হওয়া অসম্ভব।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চেয়ারম্যান রাজীব শুক্লা জানিয়ে দিলেন করোনা ভাইরাসের জন্য এই মুহূর্তে দেশের যা অবস্থা তাতে 15 ই এপ্রিল থেকে অইপিএল হওয়া অসম্ভব।

গোটা বিশ্বের সাথে সাথে এই মুহূর্তে করোনা ভাইরাস ভারতবর্ষে যে হারে ছড়িয়ে পড়েছে তার জন্য 15 ই এপ্রিল পর্যন্ত গোটা দেশ লকডাউন ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে 15 ই এপ্রিলের পর কি আইপিএল শুরু করা সম্ভব এই প্রশ্নই ঘোরাফেরা করছিল, আইপিএলের চেয়ারম্যানরা রাজীব শুক্লা জানিয়ে দিলেন 15 ই এপ্রিল কোনভাবেই আইপিএল শুরু করা সম্ভব নয়। সাংবাদিক বৈঠকে এসে রাজীব শুক্লা সরাসরি জানিয়ে দিলেন আইপিএল শুরু করার ব্যাপারে এই মুহূর্তে কোন রকম প্রস্তুতি নেয় নি বিসিসিআই। এখন দেশের সকলের উচিত একযোগ হয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা।

996319377ab8e02bd7c84f22bc8fde841b1e0b5536ab9a7030a2ea0d705d7300502dc6a8

এছাড়াও রাজীব শুক্লা জানিয়েছেন আগে মানুষের জীবন, এই মুহূর্তে আমাদের উচিত মানুষের জীবন বাঁচানো তারপর ক্রিকেট পরে হবে। এছাড়া রাজীব শুক্লা জানিয়েছেন 15 ই এপ্রিল পর্যন্ত ভারত সরকার লকডাউন ঘোষণা করেছেন, এছাড়াও শোনা যাচ্ছে লকডাউনের মেয়াদ বাড়তে পারে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনভাবেই 15 ই এপ্রিল আইপিএল শুরু করা সম্ভব নয়। এখন আমরা তাকিয়ে রয়েছি সরকারের সিদ্ধান্তের দিকে সরকার পরিষ্কারভাবে সিদ্ধান্ত নেওয়ার পর আইপিএল নিয়ে ভাবনা চিন্তা করা যাবে।

Udayan Biswas

সম্পর্কিত খবর