করোনায় আশঙ্কাজনক অবস্থা ইতালির, সেই কারণে জুভেন্টাস ছাড়তে চান ক্রিস্টিয়ানো রোনাল্ডো।

এই মুহূর্তে পুরো বিশ্ব করোনায় জর্জরিত হয়ে রয়েছে। এই করোনার সবথেকে বড় প্রভাব পড়েছে ইতালিতে। ইতিমধ্যেই করোনার কারনে মৃত্যুর দিক দিয়ে সবার উপরে রয়েছে ইতালি। করোনার জন্য ইতালির মৃত্যুর সংখ্যা কুড়ি হাজার ছাড়িয়ে গিয়েছে, আক্রান্ত প্রায় দেড় লক্ষ্যের বেশি মানুষ।

এই করোনার সবচেয়ে বড় প্রভাব পড়তে চলেছে ইতালিয়ান ফুটবলে। ইতিমধ্যে করোনার কারণে ইতালিতে বন্ধ রয়েছে সমস্ত ধরনের ফুটবল। এর ফলে ইতালিয়ান ফুটবলে দিনের পর দিন চাপ বেড়েই চলেছে। আর এমন পরিস্থিতি আরও একটা বড় ধাক্কা এল ইতালিয়ান ফুটবলে। করোনার কারণে এবার ইতালিয়ান ফুটবল অর্থাৎ জুভেন্টাস ছাড়তে চলেছেন কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডোর ম্যানেজার জর্জ মেন্ডিস এমনই ইঙ্গিত দিয়ে রাখলেন।

3605066162c7407a2e8f3a5b9147a5e329858d8c60cd19415bb5c630e2140dbda218f9b

করোনার কারণে এই মুহূর্তে অন্যান্য ক্রীড়াবিদদের মতনই গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন বর্তমান ফুটবলের যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 2018 সালে 100 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগদান করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তারপর থেকে জুভেন্টাসে ক্রিশ্চানো রোনাল্ডো ফুটবল ক্যারিয়ার খুব ভালোই যাচ্ছিল কিন্তু হঠাৎই করোনা ভাইরাসের কারণে ইতালিতে ব্যাপকহারে মানুষের মৃত্যু ঘটছে, সেই কারণে এবার জুভেন্টাস ছাড়ার ইঙ্গিত দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই মুহূর্তে সমস্ত ধরনের ফুটবল বন্ধ থাকায় পর্তুগালে গৃহবন্দি অবস্থায় নিজের পরিবারের সঙ্গে দিন কাটাচ্ছেন রোনাল্ডো।

Udayan Biswas

সম্পর্কিত খবর