বিশ্বজুড়ে চরম আর্থিক সংকটের মধ্যেও সঠিক সময়ে বিরাটদের বেতন মিটিয়ে দিল বিসিসিআই।

এই মুহূর্তে করোনার জন্য বিশ্বজুড়ে থেমে রয়েছে সমস্ত ধরনের খেলাধুলা। ব্যতিক্রম নয় ক্রিকেট, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি জানিয়ে দিয়েছে যতদিন না পর্যন্ত করোনা আতঙ্ক কাটছে ততদিন কোনো প্রকার ক্রিকেট হবে না। ক্রিকেট বন্ধ থাকায় এই মুহূর্তে চরম আর্থিক সংকটের মুখে পড়েছে বিশ্বের বিভিন্ন ক্রীড়াবোর্ড গুলি। ব্যতিক্রম নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্ষতির মুখে পড়ার সত্ত্বেও বিসিসিআই বেতন মিটিয়ে দিল কেন্দ্রীয় চুক্তিতে থাকা সমস্ত ক্রিকেটারদের।

করোনার মধ্যে এই মুহূর্তে ভারতে সমস্ত ধরনের ক্রিকেট বন্ধ রয়েছে, এমন পরিস্থিতিতে ভারতের ক্রিকেটাররা যাতে কোনো ভাবেই আর্থিক সঙ্কটের মধ্যে না পড়ে সেদিকে লক্ষ্য রেখে বিসিসিআই এর তরফে কেন্দ্রীয় চুক্তিতে থাকা সমস্ত ক্রিকেটারদের বেতন মিটিয়ে দেওয়া হল। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন করোনা ভাউরাসের জন্য ভারতে লকডাউন ঘোষণা করার পর যেকোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য আমরা তৈরি ছিলাম। এই পরিস্থিতিতে অন্যান্য দেশের ক্রিকেট বোর্ড গুলি তাদের দেশের সরকারের উপর নির্ভরশীল কিন্তু আমরা ক্রিকেটারদের ত্রৈমাসিক বেতন মিটিয়ে দিয়েছি।

12290247689308023ab29ff9c21e1cf1dbb1465643ca502ef2976422c1f8170f7607d3ee5

বিসিসিআই তরফে জানানো হয়েছে এই মুহূর্তে করোনা ভাইরাসের কারণে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মত ক্রিকেট বোর্ডগুলি তাদের দেশের ক্রিকেটারদের বেতন কম দেবে, কিন্তু আমরা সেই পথে হাঁটছি না আমরা ক্রিকেটারদের কথা ভেবে তাদের প্রাপ্য বেতন সঠিক সময়ে দিয়ে দিয়েছি। সেই সাথে বিসিসিআই এটাও মনে করিয়ে দেয় যে করোনার জন্য যদি এবারের আইপিএল না হয় তাহলে একটা বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে বোর্ড কিন্তু তার প্রভাব আমরা ক্রিকেটারদের ওপর পড়তে দেব না।

Udayan Biswas

সম্পর্কিত খবর