এই মুহূর্তে করোনা ভাইরাসের কারনে সারা বিশ্বের সাথে সাথে ভারতবর্ষে চলছে লকডাউন। আর এই লকডাউনে করোনা মোকাবিলায় ভারতীয় জাতীয় ফুটবল দলের ফুটবলাররা বিভিন্নভাবে দেশের গরীব দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। ভারতীয় ফুটবলারদের কাজকর্ম দেখে দারুণ খুশি হয়েছে এশিয়া ফুটবল কনফেডারেশন। আর সেই কারণেই তারা একটি নিউজ লেটার প্রকাশিত করে ভারতীয় ফুটবলারদের খুব প্রশংসা করেছেন। সেই নিউজ লেটারে লেখা ছিল এই মুহূর্তে দেশজুড়ে দুঃসময় চলছে, এমন পরিস্থিতিতে ভারতীয় ফুটবলাররা দেশের গরীব, দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে দারুন কাজকর্ম করছেন।
এশিয়া ফুটবল কনফেডারেশনের তরফে একটি প্রেস মিটিং ডাকা হয়েছিল। সেই মিটিংয়ে জানানো হয়েছে যে, জে লিগ, গুয়াম, ভারত এবং উহান ফুটবল ফেডারেশন দেশের এই দুঃসময়ে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে, তারা বিভিন্ন ভাবে আর্থিক সাহায্য করেছে। এছাড়াও নিজেদের ট্রেনিং সেন্টার গুলি মেডিকেল স্টাফদের থাকার জায়গা করে দিয়েছেন। এছাড়া করোনা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিও করেছে এই সমস্ত ফুটবল ফেডারেশন গুলি।
ইতিমধ্যে ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে প্রধানমন্ত্রী করোনা মোকাবিলার রিলিফ ফান্ডে 25 লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে, এছাড়াও ভারতীয় ফুটবলাররা তাদের নিজেদের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য করছেন। এই বিষয়ে ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল্ল প্যাটেল জানিয়েছেন এতদিন পর্যন্ত আমরা শুধু দেশ থেকে নিয়ে এসেছি, এবার আমাদের পালা দেশকে ফিরিয়ে দেওয়ার। সেই কারণেই ভারতীয় ফুটবল ফেডারেশন এবং ফুটবলাররা নিজেদের সাধ্যমত দেশ এবং দেশের জনগণের পাশে দাঁড়াচ্ছেন।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…