বাংলাহান্ট ডেস্কঃ ভারতে রাস্তায় ঘুরে বেড়ানো বানর, কুকুর, গরু জাতীয় প্রাণীর অভাব নেই৷ বেশীরভাগ ক্ষেত্রেই এদের অনাহারে বা অর্ধাহারে কাটাতে হয়। খুব কম মানুষ এই ধরনের প্রাণীদের যত্ন করেন। কিন্তু সেই যত্নের সাথেই যখন পরম মমতা মিশে যায় তখন তা প্রত্যেকের হৃদয় ছুঁয়ে যায়। সম্প্রতি সামাজিক মাধ্যমে এমনই একটি ভিডিও হল ভাইরাল।
ভিডিওটিতে একজন পুলিশ কর্মী এক বানরকে কলা খাওয়াচ্ছেন। এটুকু শুনলে আপনাদের মনে হতেই পারে এতে নতুনত্ব কি আছে, দেশজুড়ে হাজার হাজার মানুষ প্রতিদিন বানরকে কলা খাওয়ান। কিন্তু এই ভিডিওতে যে বানরটিকে দেখা যাচ্ছে তার খাদ্যগ্রহনের হাত দুটি নেই। তাকে পরম মমতায় কলা খাওয়াচ্ছেন ঐ অফিসার। সামাজিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ার সাথে সাথেই হয়েছে ভাইরাল। ঐ পুলিশ অফিসারের মানবিকতার প্রশংসায় পঞ্চমুখ নেট পাড়া।
Police Officer feeding an amputee Monkey. pic.twitter.com/7IKBGLlAy6
— Khushboo S (@Khushboo_) April 17, 2020
সামাজিক মাধ্যম টুইটার এ এই ভিডিও ছড়িয়ে পড়তেই প্রশংসার বন্যায় ভেসে গিয়েছে। খেদ করে একজন মন্তব্য করেছেন, যেহেতু ঐ অফিসার রিলের হিরো নন, রিয়েল। তাই তিনি প্রাপ্য সম্মান পাবেন না। অন্য একজন নেটিজেন বলছেন, কিছু ছবি আপনাকে কেবল একটি রিটুইট বা মন্তব্য করার চেয়ে বেশি কিছু করতে চায়। এই যে।পুলিশটি নিশ্চিতভাবে পোজ দিচ্ছে না, এটি খাঁটি। তিনি সম্ভবত একটি সংক্ষিপ্ত বিরতিতে এবং তার খাবার ভাগ করে নিচ্ছেন।
They won't acknowledge and appreciate such gesture bro since the guy in uniform is a real cop not a reel one.
— Ankit Chowdhury (@AnkitChowdhur10) April 17, 2020
https://twitter.com/imranshriff/status/1251066862663643136?s=19
প্রসঙ্গত, বানর প্রজাতির প্রাণীর চারটি হাত হলেও সাধারনত ভাবে উপরের দুটি হাতই খাবার খাওয়ার জন্য ব্যাবহার করে থাকে।