জেনে নিন ২০১১ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ সম্পর্কে বিশেষ তিনটি অজানা তথ্য।

2011 সালের 2 রা এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়ে দীর্ঘ 28 বছর পর ভারত বিশ্বকাপ জিতেছিল। সেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচে গৌতম গম্ভীরের লড়াকু 97 রান ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিল। তবে এই ম্যাচেই বেশ কিছু তথ্য রয়েছে যেগুলি অনেকেই হয়তো জানেন না।
চলুন জেনে নেওয়া যাক:

1) মুথাইয়া মুরলিধরনের শেষ আন্তর্জাতিক ম্যাচ:
কিংবদন্তি শ্রীলঙ্কান স্পিনার মুরলিধরন আগেই দাবি করেছিলেন যে বিশ্বকাপের পরেই তিনি ক্রিকেট থেকে অবসর নেবেন। 2011 বিশ্বকাপে মুরলিধরনের দুর্দান্ত বোলিংয়ের জন্য শ্রীলঙ্কা দল ফাইনালে উঠেছিল। 2011 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিই ছিল মুরলিধরনের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

IMG 20200420 173718

2) সুরজ রান্ডিবের বিশ্বকাপ অভিষেক:
সুরজ রান্ডিব বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি বিশ্বকাপের কোনো ম্যাচ না খেলে সরাসরি ফাইনাল ম্যাচে অভিষেক করেন। এই শ্রীলঙ্কান অফ স্পিনার ফাইনালে ম্যাচে ব্যাট হাতে নামার সুযোগ না পেলেও বোলিং করার সুযোগ পেয়েছিলেন। ফাইনাল ম্যাচে নয় ওভার বল করে 43 রান দিয়েছিলেন সুরজ রান্ডিব, কিন্তু কোনো সফলতা পান নি তিনি।

3) দ্বিতীয় বার টস:
ফাইনাল ম্যাচে টস করার জন্য ধোনি কয়েন ছোড়ার পর শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা কল করলে সেই কল শুনতে পান নি ম্যাচ রেফারি জেফ ক্রো। ফলে দ্বিতীয় বার টস করা হয় এবং টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা ক্রিকেট দল। পরবর্তী কালে এই ব্যাপারটি নিয়ে প্রবল বিতর্ক সৃষ্টি হয়।

Udayan Biswas

সম্পর্কিত খবর