প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই।ভয়ে সবাই ঘর বন্দী। এখনো সঠিক ভ্যাকসিন পাওয়া যায়নি। তবে এর মধ্যেই চেষ্টা চলছে এই রোগ রোধ করার।
আর এই পরিস্থিতি সবথেকে খারাপ জায়গায় আছে দেশের অর্থনীতি। হয়তো এখন এক মাস বল সেটা বোঝা যাচ্ছে না কিন্তু একটা সময় আসবে তখন দেখা যাবে যে দেশের পরিস্থিতি সত্যিই খুব খারাপ। আর এই পরিস্থিতি তে অনেক মানুস না খেয়ে মারা যাবে। বিশ্বের ২৫০ মিলিয়নেরও বেশি লোককে প্রভাবিত করবে।
জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রধান ডেভিড ব্যাসলি একটি বড় সতর্কতা জারি করেছেন যে করোনায় সংকট ভবিষ্যতে অনাহার বা দুর্ভিক্ষের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। চীন, স্পেন, ব্রিটেন এবং ইতালিকে সুপার পাওয়ার আমেরিকার মতো দেশগুলির অর্থনীতিতে ধাক্কা দিয়েছে।
বিশ্বের দরিদ্র জনগোষ্ঠী ৩০০ কোটিরও বেশি, যা করোনার মহামারী ও লকডাউনের কারণে প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পাবে এবং তারা কি করবে সেটাও ব্যাপার। এই দেশে প্রায় অনেক কাজ বন্ধ হয়ে যেতেও পারে। বলে আশঙ্কা করা হচ্ছে ৪০ কোটি শ্রমিক লকডাউনের কারণে দারিদ্র্যের মধ্যে রয়েছে।