বেশ কিছুদিন ধরে রেশন দেওয়া নিয়ে অনেকে অভিযোগ শোনা যাচ্ছিলো, আর এই নিয়ে অনেকে মানুষ সমস্যার মুখের পড়ছিলো। বলা হয়েছিলো কেন্দ্রীয় প্রকল্পের এই খাদ্য সামগ্রী বিলি করা হবে ১ লা এপ্রিল থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত । এই নিয়ে এদিন দিলীপ ঘোষ মুখ খোলেন তিনি বলেন,
” কেন্দ্রের পাঠানো বিনামূল্যে ১ লক্ষ ২৫ হাজার টন চাল FCI গোডাউনে পড়ে আছে। কেন রাজ্য সরকার ক্ষুধার্ত মানুষের কাছে এই চাল পৌঁছে দিচ্ছে না।”করোনা আতঙ্কে থমকে গেছে বিশ্ববাসী। সকাল আর সকালের মতন নেই রাতটাও কেমন শুনশান করছে। রাস্তা জন মানবহীন। জানিনা কবে এই অভিশাপ বাঁধা পেড়িয়ে করোনা মুক্ত জীবন পাবেন মানুষ। কেউই ভাবেনি একদিনের এভাবেই মৃত্যু ভয়ে ঘরে বসে কুঁড়ে কুঁড়ে মরতে হবে, না কেউই ভাবেনি এতো সুন্দর পৃথিবীটাও একদিন থমকে যাবে।আর মানুষের খাবার জোটাতে
চাল ১৫ কেজি পরিবার পিছু, ২০ কেজি গম অথবা ১৯ কেজি আটা পাবেন বিনামূল্যে, চিনি ১৩.৬০ টাকা প্রতি কেজি পরিবার পিছু পাবেন।অন্তোদয় অন্ন যোজনার জন্যে এই স্কিম।মাসে ২ কেজি করে চাল ও ৩ কেজি গম অথবা ২.৮৫০ কেজি আটা প্রতিটি প্রাপ্ত বয়স্ক বিনামূল্যে পাবেন।বিশেষ পরিবারের আওতায় যারা থাকবেন।
রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা-১ ভিত্তিতে ২ কেজি চাল প্রতিটি প্রাপ্ত বয়স্ক, ৩ কেজি গম প্রতিটি প্রাপ্ত বয়স্ক বিনামূল্যে পাবেন।রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা -২ অন্তর্ভুক্ত ব্যক্তিরা ১ কেজি করে চাল ১৩ টাকায়, গম ১ কেজি ৯ টাকায় প্রতিটি প্রাপ্ত বয়স্ক পাবে।