ফের বলিউডে ইন্দ্রপতন ঘটল। সকলকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেলেন ঋষি কাপুর। গতকালই বলিউডের অন্যতম সেরা অভিনেতা ইরফান খানের মৃত্যু হয়েছে আর আজ সাতষট্টি বছর বয়সে সকলকে ছেড়ে চলে গেলেন ঋষি কাপুর। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন অবশেষে মৃত্যুর কাছে হার মানতে হল তাকে।
ঋষি কাপুরের এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট। ভারত অধিনায়ক বিরাট কোহলি থেকে শুরু করে কিংবদন্তি শচীন টেন্ডুলকার ঋষি কাপুরের এই অকাল প্রয়াণে সকলেই স্তম্ভিত।
ঋষি কাপুরের মৃত্যুতে শোক প্রকাশ করে সচিন তেন্দুলকার লিখেছেন ওনার সিনেমা দেখতে দেখতে ছোট থেকে বড় হয়েছি, এইভাবে উনার চলে যাওয়া খুবই দুঃখজনক ওনার আত্মার শান্তি কামনা করি।
ভারত অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন আমি বিশ্বাস করতে পারছি না এই খবর, এটা যেন সত্যি না হয়। গতকাল ইরফান খান আর আজ ঋষি কাপুর। এইভাবে একজন কিংবদন্তীর চলে যাওয়া মেনে নেওয়া যায় না।
এছাড়া বীরেন্দ্র শেওয়াগ থেকে শুরু করে মহম্মদ কাইফ, শেখর ধাওয়ান, ইশান্ত শৰ্মা, সুরেশ রায়না সকলেই ঋষি কাপুরের এই অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন।