বায়না নেই! কর্মহীনতার অন্ধকার কুমোরটুলিতে

বাংলাহান্ট ডেস্কঃ বড় সড় ক্ষতির মুখে পড়তে চলেছে কলকাতার (kolkata) কুমোরটুলির ( kumortuli) শিল্পীরা।করোনা সংক্রমণ এর জেরে এবার হয়নি ঠাকুরের বায়না, ব্যবসা বন্ধের মুখে শিল্পীরা।

images 36 5

বিশ্বের প্রসিদ্ধ মূর্তি তৈরির কারখানা কুমোরটুলি। মৃৎ শিল্পের অনন্য শিল্পীরা এখানে চোখ ধাঁধানো প্রতিমা গড়েন। সারা বছরই প্রতিমা গড়ার কাজ চলতে থাকলেও দুর্গা পুজোই তাদের আয়ের বেশীর ভাগ অংশ উপার্জনের পথ। দেশ বিদেশে ঠাকুর পাঠিয়ে শিল্পীরা সারা বছরের মত অর্থ সঞ্চয় করে নেন। করোনার জেরে এবার নেই অর্ডার, তাই বড় ক্ষতির মুখে পড়তে চলেছে ব্যবসায়ীরা।

images 38 5

বিদেশ থেকে দুর্গাপূজার আয়োজকরা যে মূর্তি অর্ডার করেছিলেন, কিন্তু মহামারীর কারণে ভবিষ্যতে কী হতে চলেছে তা অজানা সবারই। পাশাপাশি এ বছর অনিশ্চয়তা রয়েছে রাজ্যের পুজো নিয়েও। মহামারির এই দারুন সংকটে বেশীরভাগ পুজোই বাজেট ছাঁটাই করবে। কম পয়সা বরাদ্দ হবে মূর্তির ক্ষেত্রেও। সব মিলিয়ে কুমোরটুলিতে নামতে চলেছে হতাশার অন্ধকার।

কলকাতার পাশাপাশি ক্ষতির মুখে পড়তে চলেছে মহারাষ্ট্রের শিল্পীরাও। করোনায় সব চেয়ে বেশী ক্ষতিগ্রস্থ এই রাজ্যের প্রধান উৎসব গনেশ পুজোই শিল্পীদের বছরের উপার্জনের প্রধান উৎস। এবার সেই গনেশ উৎসবও নামমাত্রই হবে।

 

সম্পর্কিত খবর