দোয়া করেছি যাতে বাংলা আবার প্রাণ ফিরে পায়, ইদের শুভেচ্ছা জানালেন তৃণমূল সাংসদ নুসরত

বাংলাহান্ট ডেস্ক: আজ খুশির ইদ (eid)। লকডাউনের কারনে অন‍্যান‍্য বছরের তুলনায় এই বছর ইদটা একেবারে অন‍্যরকম হলেও সাধ‍্যমতো এই পবিত্র উৎসব পালন করছেন মুসলিম ধর্মাবলম্বীরা। বাড়িতেই হয়েছে নামাজ পাঠ। পরিবারের সদস‍্যদের সঙ্গে এবার বাড়িতে বসেই ইদ কাটছে সকলের।


তারকারাও প্রতিবারের মতো সকলকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন। সেই তালিকায় রয়েছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহানও (nusrat jahan)। অনুরাগীদের ইদের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন তিনি। ভিডিওতে নুসরত বলেছেন, সকলে মিলে ইদে দোয়া করেছেন যাতে বাংলা আবার প্রাণ ফিরে পায়। আল্লাহ সকলকে ভাল রাখবেন। এই লড়াইয়ে সকলে একসঙ্গে রয়েছে। জিত হবেই।

https://www.instagram.com/p/CAmkH7pgw1a/?igshid=5ckpr3yqhl21

 

ভিডিওটিতে ইতিমধ‍্যেই প্রচুর লাইক পড়ে গিয়েছে। অনুরাগীরাও কমেন্টে ইদের শুভেচ্ছা জানিয়েছেন নুসরতকে। এর আগে রমজান মাসের শুরুতে বাড়িতে বসে নামাজ পড়তে ও ইফতার করতে অনুরোধ জানিয়ে একটি ভিডিও শেয়ার করেছিলেন সাংসদ অভিনেত্রী। লকডাউনে সবাইকে বাড়িতে থেকেই রোজা পালন করার আবেদনও জানান তিনি। অত‍্যন্ত কঠিন পরিস্থিতির মধ‍্যে দিয়ে যাচ্ছে সকলে। এই সময় বাইরে বেরিয়ে জমায়েত করা একেবারেই নিষেধ। তাই মসজিদে না গিয়ে বাড়িতে থেকেই নামাজ পড়ার আবেদন জানান নুসরত।

https://www.instagram.com/tv/B_YDhV8nUJj/?igshid=1uh352dh8yqgx

প্রসঙ্গত, কিছুদিন আগেই আমফান পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বসিরহাট গিয়েছিলেন নুসরত জাহান। ২২ মে বসিরহাটে আমফানের ফলে মানুষের দুরবস্থা দেখতে বসিরহাট পৌঁছান নুসরত। সেখানে মানুষের সঙ্গে কথাবার্তা বলেন, তাদের সাহস জুগিয়ে অভিনেত্রী জানান, তিনি তাদের পাশে রয়েছেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর