বাংলাহান্ট ডেস্ক: পরিচালক এস এস রাজামৌলির ‘বাহুবলী’ (baahubali) ভারতীয় সিনেমার এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন। ভারতীয় দর্শক তো বটেই, সারা বিশ্ব অবাক হয়ে দেখেছিল ভারতীয় সিনেমার জৌলুস। বাহুবলী সিরিজের দ্বিতীয় ভাগ বাহুবলী: দ্য কনক্লুশন ছবিটি সমস্ত বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছিল।
এবার ভারতের সঙ্গে সঙ্গে রাশিয়াতেও (Russia) শোনা গেল বাহুবলীর জয়জয়কার। ২৮ মে রাশিয়ান ফেডারেশন এমব্যাসীর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করা হয়। সেখানে দেখা যায় রাশিয়ার টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছে বাহুবলী: দ্য কনক্লুশন। শুধুমাত্র ভাষাটা বদলে দেওয়া হয়েছে রাশিয়ান ভয়েস ওভার।
মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এই টুইট। গর্বিত ভারতীয়রা তথা বাহুবলী ভক্তরা শেয়ার করতে থাকেন এই টুইট। বাহুবলীর জনপ্রিয়তা যে ভারত পেরিয়ে সুদূর রাশিয়াতে গিয়ে পৌঁছেছে তা সত্যিই গর্ব করার মতো বিষয়।
https://twitter.com/RusEmbIndia/status/1265932328670564352?s=19
https://twitter.com/im_Srivastav/status/1265934427718217729?s=19
https://twitter.com/Am7Mehta/status/1265937376024465409?s=19
https://twitter.com/VinayKourav/status/1265934774646067201?s=19
প্রসঙ্গত, ২৫০ কোটি টাকা ছবির বাজেট হলেও প্রায় ১৮০০ কোটি টাকা আয় করে বাহুবলী। প্রাথমিক ভাবে তামিল ও তেলুগু ভাষায় ছবির শুটিং হলেও হিন্দি, মালয়ালম, কন্নড়, জাপানি সহ বেশ কয়েকটি ভাষায় মুক্তি পায় এই ছবি। তিনটি জাতীয় পুরস্কার সহ আরও বেশ কিছু সম্মানে ভূষিত হয় এই ছবি। প্রভাস, অনুষ্কা শেট্টি, রানা দগ্গুবতী সহ আরও নামজাদা তারকাকে দেখা গিয়েছিল এই ছবিতে।