বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীকে (indian army) অপমান করার দায়ে পুলিসে অভিযোগ দায়ের হল প্রখ্যাত বলিউড প্রযোজক একতা কাপুরের (ekta kapoor) বিরুদ্ধে। মুম্বই পুলিসের কাছে একতা ও তাঁর মা শোভা কাপুরের নামে অভিযোগ দায়ের করেছেন ইউটিউবার বিকাশ পাঠক বা হিন্দুস্তানি ভাউ (hindustani bhau)। তাঁদের ‘দেশদ্রোহী’ বলেও আখ্যা দিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন হিন্দুস্তানি ভাউ। তাঁকে পুলিস স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘একতা কাপুরের বিরুদ্ধে খার পুলিস স্টেশনে অভিযোগ দায়ের করলাম। ভারতীয় সেনাবাহিনী, জাতীয় প্রতীক, কর্নেল ট্যাগকে অপমান এবং আমাদের দেশকে অবমাননার জন্য একতা কাপুর ও তাঁর মা শোভা কাপুরের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করলাম।’
https://www.instagram.com/tv/CA4s8wtjvml/?igshid=11wjfq3je0hg3
https://www.instagram.com/tv/CA4wcoYjJPh/?igshid=1k0p041vxnr7e
https://www.instagram.com/tv/CA7GS64Dwk0/?igshid=10vku4xerlavr
আসলে সম্প্রতি নিজের ওয়েব প্ল্যাটফর্ম ALT বালাজি প্ল্যাটফর্মে একটি নতুন ওয়েব সিরিজ শুরু করেছেন একতা। XXX নামে ওই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনের একটি এপিসোডের জন্যই তুমুল বিতর্কের সম্মুখীন হয়েছেন একতা। ইউটিউবার হিন্দুস্তানি ভাউয়ের দাবি ওই সিজনে একটি এপিসোড রয়েছে যেখানে দেখানো হয় একজন সেনাবাহিনীর জওয়ানের অনুপস্থিতিতে তাঁর স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। একটি বিশেষ দৃশ্যে দেখা হয় স্বামীর সেনাবাহিনীর উর্দি নিজের প্রেমিকের গায়ে চাপিয়ে তাঁর সঙ্গে সঙ্গমে লিপ্ত হচ্ছেন ওই মহিলা।
Producing vulgar series is nothing new for @altbalaji but, this time, it has overstepped the mark, the way they have insulted the Indian Army in such an offensive manner. Now, let's raise voice to boycott this crass series.#ALTBalaji_Insults_Army#boycott_XXX2
— Parima Kashyap (@KashyapParima) June 2, 2020
https://twitter.com/Mukeshs27247899/status/1267682687185293313?s=19
https://twitter.com/lifeboy07/status/1267683553988489216?s=19
হিন্দুস্তানি ভাউয়ের বক্তব্য, এই দৃশ্যটি ভারতীয় সেনাবাহিনীর পক্ষে অত্যন্ত অপমানজনক। তাঁকে অনুসরণ করে অনেকেই এই সিরিজটি বয়কটের ডাক দিয়েছেন। #ALTBalajiInsultsArmy ট্রেন্ড করছে টুইটারে। অনেকেই বলছেন, একতা কাপুরের প্রযোজনা সংস্থার পক্ষে অস্বস্তিকর দৃশ্য দেখানো নতুন কিছু নয়। কিন্তু এবারে তারা সব সীমা পার করে গিয়েছে। একতার গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছেন অনেকেই।