বাংলা হান্ট ডেস্কঃ দেশে করনাভাইরাসের সংক্রমণের মামলা লাগাতার বেড়েই চলেছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষের আশেপাশে পৌঁছে গেছে। দেশে এখন মোট মামলা বেড়ে ১ লক্ষ ৯৮ হাজার ৭০৬ হয়েছে। স্বাস্থ্য মন্ত্রালয়ের জয়েন্ট সেক্রেটারি লব অগরবাল মঙ্গলবার প্রেস কনফারেন্স করে করোনার বিষয়ে তথ্য দেন। উনি বলেন, দেশে মৃত্যুর হার ২.৮২%। উনি জানান গোটা বিশ্বের তুলনায় ভারতের মৃত্যুর হার সবথেকে কম।
লব আগরবাল অনুযায়ী, দেশে করোনার ভাইরাসে সংক্রমিত রোগীর ঠিক হওয়ার হার বেড়ে ৪৮.০৭% শতাংশ হয়ে গেছে। উনি জানান, করোনায় ৭৩% মৃত মানুষের মধ্যে করোনা ছাড়া অন্য রোগও ছিল।
জয়েন্ট সেক্রেটারি অনুযায়ী, স্বাস্থ্য মন্ত্রালয়ের তরফ থেকে সমস্ত রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে যে, তাঁরা যেন নিজ রাজ্যে আসা সমস্ত করোনার মামলার সঠিকভাবে মূল্যায়ন করে। যদি তাদের অস্থায়ী করোনা সেন্টার বানানোর দরকার পড়ে তো, সেটা যেন শীঘ্রই করে।
দেশে করোনার কারণে এখনো পর্যন্ত ৫ হাজার ৫৯৮ জনের মৃত্যু হয়েছে। এর সাথে সাথে দেশে সক্রিয় করোনার মামলা ৯৭ হাজার ৫৮১ হয়েছে।
আরেকদিকে ICMR এর গবেষক নিবেদিতা গুপ্তা জানান যে, ১ জুন ২০২০ পর্যন্ত দেশের ৬৮১ টি ল্যাবে করোনার টেস্ট করানোর অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৭৬ টি সরকারি আর ২০৫ টি ল্যাব বেসরকারি। উনি জানান, দেশে এখন রোজ ১ লক্ষ ২০ হাজার রোগীদের টেস্ট হচ্ছে।