বাংলাহান্ট ডেস্কঃ সংকটের দিনে পরিযায়ীদের পাশে দাঁড়িয়েছেন বলি অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) অভিযোগ করেছেন মহারাষ্ট্র সরকার, সোনু সুদের প্রশংসা না করে উল্টে তার সমালোচনা করছেন। জোট ভেঙ্গে দেওয়ার জন্য তিনি শিবসেনাকে আক্রমণ করতেও ছাড়েননি।
তার কথায়, মহারাষ্ট্র সরকার যাদের প্রশংসা করা উচিত তাঁদের প্রশংসা না করে, উল্টে সমালোচনা করেছে। এমনকি সোনু সুদের কোন প্রশংসা করা হয়নি।
অভিযোগ করলেন দেবেন্দ্র ফড়নাভিসও
করোনা ভাইরাসের জেরে জারী হওয়া লকডাউনের মধ্যে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। পরিযায়ীদের সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া থেকে শুরু করে, সুরক্ষিতভাবে তাঁদের বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থাও করছেন তিনি। কিন্তু তার এই উদার মানসিকতার কোন প্রশংসাই করছে না মহারাষ্ট্র সরকার। তিনি বিজেপির লোক বলে কটাক্ষ করে, তাঁকে সমালোচনাও করা হচ্ছে, এমনটা অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিসও।
সোনু সুদ দেখালেন মানবসেবা, সমাজসেবা
সোমবার বিরোধী দলীয় নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস জানান, ‘শিবসেনা বলছে সোনু সুদ বিজেপির লোক। তবে এটা শুনে আমার ভালোই লেগেছে। কারণ অন্য দলের সদস্যরা জানেন, যে বিজেপির সদস্যরা সর্বদা ভালো কাজের সঙ্গে যুক্ত থাকে। যে ভাল কাজ করে, সবসময় তার প্রশংসা করা উচিত। শিবসেনা সোনু সুদের প্রতি অবিচার করছে। সোনু সুদ এই প্রতিকূল পরিস্থিতিতেও সাহসের সঙ্গে কাজ করে চলেছেন। তিনি দেখিয়ে দিলেন কিভাবে সমাজসেবা, মানবসেবা করতে হয়”।
প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেছেন – ‘শিবসেনা যদি বলেন যে সোনু সুদ বিজেপির সদস্য, তাতে আমরা ভীষণ খুশি। যে কোন পরিস্থিতিতেই সোনু সুদের সাথে খারাপ ব্যবহার করা একদমই উচিত নয়। নিজের সাহসের জোরে তিনি প্রশংসনীয় কাজ করে চলেছেন। সোনু সুদের কাজকে আমাদের স্বাগত জানানো উচিত’।