বিড়াল ভেবে বাড়িতে এই পোষা প্রানী আসলে অন্যকিছু! জানতে পেয়ে চমকে গেলেন মালকিন

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। ভাইরাল ছবি ভিডিওতে শুধু মানুষ নয় রাতারাতি ভাইরাল (viral) হয়ে যায় বন্যপ্রাণীরাও।

রাস্তায় পড়ে থাকা বিড়ালের বাচ্চাকে অনেকেই বাড়ি নিয়ে এসে যত্নে লালন পালন করেন। তেমনটাই করেছিলেন আর্জেন্টিনার এক তরুনী। কিন্তু সেই শাবক একটু বড় হতেই জানতে পারলেন আসলে তারা বিড়াল ছানা নয়, ভয়ংকর এক মাংসাশী প্রাণীর শাবক।

images 2020 06 09T145635.297

আর্জেন্টিনার টুকুম্যান প্রদেশে ভাইয়ের সাথে ঘুরে বেড়াচ্ছিলেন ফ্লোরেন্সিয়া লোবো। রাস্তায় কান্নার শব্দ পেয়ে তারা ভেবেছিলেন কোনো পাখি আহত হয়ে কাতরাচ্ছে। তারা তাকে সাহায্য করতে গিয়ে দুটি বিড়ালের ছানার মত শাবক পায়। বিড়াল ছানা ভেবেই তাদের বাড়ি নিয়ে আসে ফ্লোরেন্সিয়া।

পোষ্যদুটির নাম টিটো ও দানি রাখা হয়। দানি কিছুদিন পর মারা গেলেও ফ্লোরেন্সিয়ার আদরে বেড়ে উঠতে থাকে টিটো। এরই মধ্যে সাধারণ বিড়াল শাবকের সাথে টিটোর বেশ কিছু বৈসাদৃশ্য খুঁজে পায় ফ্লোরেন্সিয়া। যদিও ফ্লোরেন্সিয়া ও তার পরিবারের লোকজন স্বপ্নেও ভাবতে পারেনিনি টিটো বিড়াল নয়।

এরই মাঝে টিটো পায়ে চোট পেলে তাকে স্থানীয় এক পশু চিকিৎসকের কাছে নিয়ে গেলে ফ্লোরেন্সিয়া জানতে পারেন টিটো আসলে পুমা জাতীয় প্রানী। টিটোর ব্যাপারে বিস্তারিত ছবি ও তথ্য সামাজিক মাধ্যমে প্রকাশ করলে তা মুহুর্তে ভাইরাল হয়ে যায়৷ জানা যাচ্ছে, এই মুহুর্তে টিটো এনিম্যাল রেস্কিউ সেন্টারে রয়েছে। এই কাজের জন্য ফ্লোরেন্সিয়াকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

 

সম্পর্কিত খবর