বাংলাহান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ৬৯ হাজার শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)।
জানা গিয়েছে, শিক্ষক নিয়োগের বর্ণনা দিতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন এই নিয়োগে দুর্নীতি চলছে। বাইরের প্রার্থীদের নিচ্ছে এমনই অভিযোগ তুলেছেন তিনি। ভিডিও কনফারেন্সিংয়ের মাধেমে প্রার্থীদের সাথে কথা বলেন তিনি। তিনি প্রার্থীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।
उत्तर प्रदेश में 69 हजार शिक्षकों की भर्ती में बड़े पैमाने पर गड़गड़ी, धांधली व भ्रष्टाचार आदि के सम्बंध में रोज नए-नए खुलासे व तथ्यों के उजागर होने के कारण अब यह मामला काफी गंभीर हो गया है। जनता काफी आशंकित है। ऐसे में इसकी सी.बी.आई. जाँच होनी चाहिए, बी.एस.पी. की यह माँग है।
— Mayawati (@Mayawati) June 9, 2020
তবে, যোগী সরকার জালিয়াতির তদন্তটি এসটিএফের হাতে দিয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন যে, এখন পর্যন্ত গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে বলা যেতে পারে যে নিয়োগ প্রক্রিয়াতে একটি বিরাট কেলেঙ্কারী হচ্ছে। টুইটারে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বলেছিলেন যে, দেড় বছর আগে অনুষ্ঠিত এই পরীক্ষার ফলাফল এখন আসছে, যদি কিছু ভুল না হয় তবে ফলাফল আসতে এত দিন কেন লাগল? সেই উত্তর দিতে হবে? প্রার্থীরা কেন অসুবিধা পড়ছে?
কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বলেন, তিনি নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বলেন প্রক্রিয়াটি যদি পরিচ্ছন্নতা ও স্বচ্ছতার সাথে করা হয় তবে ১১ জনকে কেন গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়া উচিত। প্রিয়াঙ্কা দাবি করেছেন যে, এই মামলায় সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতী এই মামলার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তিনি টুইট করেছেন যে, উত্তর প্রদেশে, ৬৯ হাজার শিক্ষক নিয়োগে ব্যাপক সংখ্যক অনিয়ম, কারচুপি ও দুর্নীতি, নতুন প্রকাশ এবং তথ্য প্রকাশের কারণে এই মামলাটি অত্যন্ত মারাত্মক আকার ধারণ করেছে। এ বিষয়ে জনসাধারণ বেশ আতঙ্কিত। এমন পরিস্থিতিতে এর সিবিআই পরীক্ষা করা উচিত। তদন্ত করা হোক। সত্যের পথে হাঁটা হোক ।