পাক অধিনায়কের সেরা একাদশে পাঁচ পাকিস্তানি এবং ছয় ভারতীয়।

সদ্য পাকিস্তানের টি-টোয়েন্টি এবং ওয়ানডে দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন বাবর আজম। আর অধিনায়ক নির্বাচিত হওয়ার পরেই ক্রিকেট সাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবর আজম ভারত এবং পাকিস্তান থেকে যৌথ টি-টোয়েন্টি একাদশ বেঁচে নিয়েছেন। সেই দলে পাকিস্তানের পাঁচ ক্রিকেটার থাকলেও রয়েছেন ভারতের ছয় জন ক্রিকেটার।

বাবর আজমের পছন্দের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন ভারত থেকে দুই ব্যাটসম্যান, একজন উইকেটকিপার, একজন অলরাউন্ডার, একজন পেসার এবং একজন স্পিনার। বাবর আজমের সেই দলে পাকিস্তান থেকে যে পাঁচজন জায়গা করে নিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ভারতের জামাই শোয়েব মালিক। বাবর আজম নিজেকেও সেই দলে রেখেছেন।

227178542f1d2dbe41d834f47abac96b69f1b52be9f42c732e5d8adf4aa9ae3e776e1b13f

এক নজরে দেখে নেওয়া যাক বাবর আজমের সেরা একাদশ:-
রোহিত শর্মা, বাবর আজাম, বিরাট কোহলি, শোয়েব মালিক, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, শাদাব খান, মহম্মদ আমির, শাহিন আফ্রীদি, জাশপ্রিত বুমরাহ এবং কুলদীপ যাদব।

Udayan Biswas

সম্পর্কিত খবর