বাংলাহান্ট ডেস্কঃ ছোটদের দিকে সব সময়েই সতর্ক নজর রাখতে হয় অভিভাবকদের। এক মুহুর্তের অসতর্কতার সুযোগে তারা ভয়াবহ বিপদ ঘটিয়ে ফেলতে পারে। অভিভাবকদের চোখ সরতেই বাচ্চারা যে কি ভয়ানক কান্ড ঘটাতে পারে তারই প্রমান সামাজিক মাধ্যমে ভাইরাল (viral) হওয়া চীনের এই ভিডিও।
বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ।
ভিডিওতে, ৪ দস্যি অব্যবহৃত সিঁড়ি বেয়ে পৌঁছে গিয়েছে ৩২ তলার নেড়া ছাদে। তাদের মধ্যে ২ জন স্লাইডিংয়ের চেষ্টা করে চলেছে। বাকি দুই খুদে রেলিংঙে ভর দিয়ে তা দেখছে। যেখানে দাঁড়িয়ে নীচের দিকে তাকালে শিড়দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে যাবে যে কোনো পরিনত মানুষের, সেখানে দাঁড়িয়ে স্লাইডিং করবার চেষ্টা করছে এই খুদেরা। মিনিট ২০ ছাদে কারো নজরদারি না থাকার সুযোগ নিয়েছিল তারা। যদিও শেষ পর্যন্ত প্রত্যেকেই অক্ষত বলে জানা গিয়েছে।
রোমহষর্ক এই ভিডিও ধারন করেছেন ঠিক উল্টোদিকের আবাসনের কোনও এক বাসিন্দা। তারপর সেটি সামাজিক মাধ্যমে ছেড়ে দিলে সাথে সাথে ভাইরাল হয়। ঘটনাস্থল দক্ষিণ পূর্ব চিনের গুইজহউ প্রদেশের জুনেই নামের এক জায়গার রেসিডেন্সিয়াল কমপ্লেক্স