বাংলা হান্ট ডেস্ক : বরাবরই তার ঠোঁটকাটা স্বভাবের জন্য পরিচিত বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তৃণমূলের অন্দরে বিতর্কের কথা শোনা গেলেই সেখানে নাম উঠে আসে অনুব্রত মণ্ডলের।
তবে এই বছরের চিত্রটা ছিল খানিকটা অন্যরকম। করোনা ভাইরাসের দাপটে এই বছর কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। সে কারণে বেশ কিছুদিন ধরে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডলের কথা শোনা যাচ্ছিল না। গতকাল ফের করোনা ভাইরাসের জন্য মোদিকে দায়ী করে বিতর্কে জড়ালেন অনুব্রত মণ্ডল।
গতকাল, অনুব্রত মণ্ডল বলেন “দেশে সাড়ে তিন লক্ষ মানুষ করোনা আক্রান্ত, এজন্য দায়ী মোদি। গুজরাটের নমস্তে ট্রাম্প সভা করে আমেরিকা থেকে সাড়ে ৩ হাজার লোক নিয়ে এলেন। ওরা দেশে করোনা ছড়িয়ে দিয়ে চলে গেল। ওই লোকটার কোন বুদ্ধি নেই। “অনুব্রত মণ্ডলের এমন বক্তব্যের পরই রাজনৈতিক মহল ও সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে সমালোচনার ঝড়।