বাংলাহান্ট ডেস্ক: সোমবার মুম্বইতে সম্পন্ন হয়েছে সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) শেষকৃত্য। অভিনেতার পরিবার পাটনা থেকে মুম্বই আসেন তাঁর শেষকৃত্য করার জন্য। একমাত্র ছেলের এই পরিণতি সহ্য করতে পারেননি সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং (krishna kumar singh)। রবিবার তাঁর আত্মহত্যার খবর পেয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। এখন জানা গিয়েছে, ছেলের শেষকৃত্য করার পর থেকেই ফের স্বাস্থ্যের অবনতি হতে শুরু করেছে কৃষ্ণ কুমার সিংয়ের। তড়িঘড়ি তাঁকে পাটনা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
সুশান্তের মৃত্যুর পর তাঁর দেহ পাটনা নিয়ে যাওয়া হয়নি। বরং তাঁর পরিবারের সদস্যরা এসে মুম্বইতেই অভিনেতার শেষকৃত্য করে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার থেকেই হঠাৎ করে স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে সুশান্তের বাবার। বারংবার জ্ঞান হারাচ্ছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পাটনা পাঠানোর ব্যবস্থা করা হয়। জানা গিয়েছে, পরিবারের এক সদস্যের সঙ্গেই পাটনা ফিরে গিয়েছেন তিনি।
অপরদিকে সুশান্তের বাবার অনুপস্থিতিতে মুম্বইতে অভিনেতার শোকসভা আপাতত স্থগিত রাখা হয়েছে। এই বিষয়ে তাঁর পরিবারের তরফে আর কোনও তথ্যই দেওয়া হয়নি।
প্রসঙ্গত, তদন্তে সুশান্তের বাবা পুলিসকে জানিয়েছেন ছেলেল অবসাদগ্রস্ত হওয়ার ব্যাপারে কিছুই জানতেন না তিনি। তিনি জানতেন সুশান্ত মাঝে মাঝে একটু উদাস হয়ে যায়। কিন্তু তাঁর মনের মধ্যে যে এত অবসাদ জমা হয়েছে সেই বিষয়ে কোনও ধারনাই ছিল না তাঁর। সুশান্তের পরিবারের