ব‍্যক্তিগত ও পেশাগত জীবনে টানাপোড়েন, ফেসবুকে সুশান্তকে শ্রদ্ধা জানিয়ে আত্মঘাতী উত্তরপাড়ার ভক্ত

বাংলাহান্ট ডেস্ক: ফের আত্মঘাতী হলেন সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) এক অনুরাগী (fan)। বৃহস্পতিবার উত্তরপাড়ার (uttarpara) বাসিন্দা অরুন্ধতী দাস অভিনেতার মতোই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত‍্যা করেন নিজের বাড়িতে। মৃত‍্যুর আগে সুশান্তকে নিয়ে সোশ‍্যাল মিডিয়ায় পোস্টে লিখেছিলেন ‘তুমি রবে নীরবে’।
উত্তরপাড়ার ঘড়িবাড়ি আবাসনে থাকতেন বছর ৩২ এর অরুন্ধতী। আইটি সেক্টরে চাকরি করতেন তিনি। কিন্তু লকডাউনের মধ‍্যেই চাকরি চলে যায় তাঁর। সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, সেই কারনে হতাশায় ভুগছিলেন অরুন্ধতী। তার উপরে ১৪ জুন সুশান্তের মৃত‍্যু হতভম্ব করে দিয়েছিল তাঁকে।

images 63 2

কেরিয়ারের পাশাপাশি ব‍্যক্তিগত জীবনেও টানাপোড়েন চলছিল অরুন্ধতীর। চার বছরের বিবাহিত জীবনে বছর দুই আগে বিচ্ছেদ হয় তাঁর। উপর্যুপরি মানসিক ধাক্কা সহ‍্য করতে পারেননি তিনি। তবে বাড়িতে সেটা বুঝতেও দেননি অরুন্ধতী।
১৬ জুন সোশ‍্যাল মিডিয়ায় সুশান্তের উদ্দেশে পোস্টে তিনি লেখেন, ‘তুমি রবে নীরবে’। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মায়ের সঙ্গে রোজের মতো কথাবার্তা বলেছেন অরুন্ধতী। তারপর মাংসও রান্না করেছেন। কিন্তু স্নান করতে গিয়ে অনেকক্ষণ কেটে যাওয়ার পরও বাথরুম থেকে না বেরোনোয় ডাকাডাকি শুরু করেন তাঁর মা।
শেষে বাথরুমের দরজা ভাঙতে দেখা যায় বাথরুমের ভেতরেই গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন অরুন্ধতী। তড়িঘড়ি তাঁকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। অরুন্ধতীর মা জানান, মেয়ের আচরণে কোনওরকম অস্বাভাবিকতা লক্ষ‍্য করেননি তিনি। অরুন্ধতীর আত্মহত‍্যার কারন খতিয়ে দেখছে পুলিস।
এর আগে জানা গিয়েছিল প্রিয় তারকার মৃত‍্যুশোক সহ‍্য করতে না পেরে আত্মঘাতী হয়েছে সুশান্তের এক অনুরাগী। সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, সুশান্তের এই অনুরাগী উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা। দশম শ্রেণিতে পড়ত সে। জানা গিয়েছে, ছোট থেকেই সুশান্তের বড় ভক্ত ছিল। অভিনেতার মৃত‍্যুর খবর পেয়ে ভেঙে পড়ে সে। প্রিয় তারকার মৃত‍্যুশোক সহ‍্য করতে না পেরে নিজেও আত্মঘাতী হয় সে। জানা গিয়েছে, মৃত‍্যুর আগে একটি সুইসাইড নোটে সে লিখে গিয়েছে, ‘যদি সুশান্ত পারে তবে আমি কেন পারব না’।

Niranjana Nag

সম্পর্কিত খবর