প্রধানমন্ত্রীর ‘গরিব কল্যাণ’ প্রকল্পে নাম নেই বাংলার, রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগে সরব অভিষেক

বাংলাহাণ্ট ডেস্কঃ পরিযায়ী শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর ঘোষণার তালিকায় কেন বাংলার নাম নেই? নিজের টুইটারে এই প্রশ্ন তুললেন অভিষেক বন্দোপাধ্যায়
(Abhishek Bandopadhyay)। তিনি বলেন,” কেন বাংলার ১১ লক্ষ পরিযায়ী শ্রমিককে অবহেলা করা হল? গরিব কল্যাণ রোজগার অভিযানে বাংলার নাম নেই কেন? বাংলার মানুষের প্রতি এই বৈষম্যের জবাব চান অভিষেক।

অভিষেকের টুইটকে শেয়ার করে রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়নের প্রশ্ন, ‘সংসদের অধিবেশনও নেই। তবে এই প্রশ্নের উত্তর কে দেবেন?’ গোটা বিষয়ে কেন্দ্রকে নিশানা করেন বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত মুখোপাধ্যায়। তাঁর কথায়, ‘কেন্দ্র কীভাবে জেলা বেছে নিচ্ছে, এটা আমি বুঝতে পারলাম না। ২৫ হাজারের বেশি পরিযায়ীদের যদি শর্ত হয়, তবে বাংলার অনেক জেলার নাম আমি বলতে পারি। রাজ্যের সঙ্গে এমন বৈষম্যমূলক আচরণ কেন্দ্রকে মানায় না।’

76506534

কেন্দ্রীয় প্রকল্পের জন্য ৬ রাজ্য- উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, ওডিশা এবং ঝাড়খণ্ড-এর মোট ১১৬ জেলাকে বেছে নিয়েছে কেন্দ্রীয় সরকার। উল্লেখযোগ্য, ছ’টি রাজ্যের মধ্যে ৩টি NDA শাসিত। ওই রাজ্যের জেলাগুলির মধ্যে যেখানে পরিযায়ী শ্রমিকের সংখ্যা ২৫ হাজারের বেশি, সেখানে ১২৫ দিনের মধ্যে পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের কাজের বন্দোবস্ত করা হবে। প্রধানমন্ত্রী মোদীর কথায়, ‘এতদিন নগরোন্নয়নে যুক্ত থাকা পরিযায়ী শ্রমিকরা এবার গ্রামোন্নয়নের কাজে হাত লাগাবেন।

রাজ্য BJP অবশ্য গোটা বিষয়ে নবান্নেরই দোষ দেখছে। দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর কথায়, ‘গরিব কল্যাণ রোজগার যোজনায় বাংলার নাম দেখতে না পেয়ে যাঁরা অবাক হচ্ছেন, তাঁদের কেন্দ্রকে দোষারোপ করার আগে নিজেদের মূল্যায়ণ করা উচিত। রাজ্য তো পরিযায়ী শ্রমিকদের জেলাভিত্তিক তথ্যই তৈরি করতে পারেনি এখনও।’

Abhishek Banerjee

করোনাভাইরাস প্রকোপ সামলাতে গত ২৪ মার্চ দেশজুড়ে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী। টানা দু’মাসব্যাপী এই লকডাউনের পর আনলক ঘোষণা হলেও, এখনও দেশের বিভিন্ন প্রান্তে কর্মহীন অবস্থায় রয়েছেন বহু পরিযায়ী শ্রমিক।

উল্লেখ্য, কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের ৫০০০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেন। কিন্তু বাংলার পরিযায়ীদের নাম নেই কেন? তা নিয়েই সরব হয়েছেন অভিষেক। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি প্রশ্ন তোলেন, বাংলার শ্রমিকদের প্রতি মোদীর এই অবহেলা কেন?


সম্পর্কিত খবর