বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল (viral) ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। আবার কোনো কোনো ভিডিও ও ছবি যেমন নেটপাড়াকে ভাবিয়ে তোলে তেমনই অনেক পোস্ট খারাপ সময়েও মন ভাল করে দেয়। এবার নেটপাড়ার আকর্ষণের কেন্দ্রে এক পুলিশ কর্মী।
সামাজিক মাধ্যমে পোস্ট হওয়া একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ কর্মী একটি আইসক্রিমের গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন। তার পিছন পিছন ছুটছে আইসক্রিমওয়ালা। জানা যাচ্ছে, পথ চলতি কোনো মানুষ কানপুরের বড়া এলাকা থেকে এই ভিডিওটি শুট করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন। তার পর থেকেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
জানা যাচ্ছে, লকডাউন থাকাকালীন এক আইসক্রিম বিক্রেতা রাত আটটার পর রাস্তায় ছিলেন। হঠাৎই দুই পুলিশ কর্মী বাইকে করে এসে তাকে তিরস্কার করতে শুরু করে। আইসক্রিমওয়ালা কিছু উত্তর দেওয়ার আগে আচমকাই এক পুলিশকর্মী তার আইসক্রিমের গাড়ি নিয়ে চালাতে শুরু করেন।
এই বিষয়ে কানপুরের পুলিশ সুপার (দক্ষিণ) অপর্ণা গুপ্ত বলেছিলেন যে, ভিডিওটি রাত ৯ টার পরে কারফিউ কার্যকর হওয়ার পরে শুট করা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে দাবি ঐ আইসক্রিম বিক্রেতাকে কোনো রকম হেনস্তা করেনি পুলিশ। কিছুদূর গিয়ে তাকে সাবধান করে তার গাড়িটি ফেরত দেওয়া হয়েছে।
পুলিশ সুপার আরো জানিয়েছেন, অভিযোগ করা হয়েছে পেট্রলিং এর সময় ঐ পুলিশ কর্মী মদ্যপ ছিলেন। এই ব্যাপারে উচ্চ পর্যায়ে তদন্ত হবে, এবং দোষী প্রমাণিত হলে ঐ পুলিশ কর্মীর শাস্তিও হবে বলে জানানো হয়েছে।
দেখে নিন ভিডিও
https://youtu.be/yhgvh6AejqE
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…